IPL Auction 2025 Live

Bipasha Basu: বিপাশা বসু কি অন্তঃসত্ত্বা? বঙ্গ কন্যার উত্তরে চমকে উঠবেন

গাঢ় নীল রঙের বড় মাপের পোশাক (ওভারসাইজ) পরে পাপারাৎজির সামনে হাজির হন বিপাশা। করণ এবং বিপাশার ওই ভিডিয়ো দেখে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে সামাজিক মাধ্যমে। বিপাশা কি অন্তঃসত্ত্বা বলে প্রশ্ন তোলেন অনেকে। বঙ্গ কন্যার মা হওয়ার প্রশ্নে যখন সামাজিক মাধ্যম তোলপাড়, সেই সময় মুখ খোলেন অভিনেত্রী।

Bipasha Basu, Karan Singh Grover (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ মার্চ:  আন্তর্জাতিক নারী দিবসে (Women's Day) করণ সিং গ্রোভার (Karan Singh Grover ) এবং বাবা-মায়ের সঙ্গে দেখা যায় বিপাশা বসুকে (Bipasha Basu)। গাঢ় নীল রঙের বড় মাপের পোশাক (ওভারসাইজ) পরে পাপারাৎজির সামনে হাজির হন বিপাশা। করণ এবং বিপাশার ওই ভিডিয়ো দেখে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে সামাজিক মাধ্যমে। বিপাশা কি অন্তঃসত্ত্বা বলে প্রশ্ন তোলেন অনেকে। বঙ্গ কন্যার মা হওয়ার প্রশ্নে যখন সামাজিক মাধ্যম তোলপাড়, সেই সময় মুখ খোলেন অভিনেত্রী।

বিপাশা বলেন, তিনি অন্তঃসত্ত্বা নন। অন্তঃসত্ত্বা হলে, তিনি সবার আগে গোটা পৃথিবীকে জানাতে চান বলে মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন:  Katrina Kaif: 'আমার শক্তি, আমার দুনিয়া', নারী দিবসে মায়ের সঙ্গে ক্যাটরিনার ছবি শেয়ার করে বললেন ভিকি

 

View this post on Instagram

 

প্রসঙ্গত এই প্রথম নয় যখন বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রকাশ্যে এল। এর আগে একাধিকবার অভিনেত্রী অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রত্যেকবারই নস্যাৎ করে দেন তিনি।