Bigg Boss OTT 3: 'একটা ছোট পরিবারকে নষ্ট করে দিয়েছি মনে হয়', আরমান মালিককে বিয়ে করে বিস্ফোরক ইউটিউবারের দ্বিতীয় স্ত্রী কৃতিকা
কৃতিকাকে বলতে শোনা যায়, আরমানের সঙ্গে বিয়ের পর তাঁর মনে হতে শুরু করে, তিনি ছোট একটি পরিবারকে নষ্ট করে দিয়েছেন। এমনকী পায়েল এবং তিনি প্রথম প্রথম একে অপরের দিকে তাকাতেন না চোখ তুলে, কথা বলা তো দূরঅস্ত। পায়েলের সঙ্গে তিনি প্রায় দেড় বছর মত কথা বলেননি।
মুম্বই, ২৫ জুন: বিগ বস ওটিটি সিজন ৩-এ (Bigg Boss OTT 3) দুই স্ত্রীর সঙ্গে হাজির হয়েছেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক (Armaan Malik)। প্রথম স্ত্রী পায়েল (Payal Malik) এবং দ্বিতীয় স্ত্রী কৃতিকাকে Kritika Malik) নিয়ে বসের ঘরে হাজির হন আরমান। বিগ বস ওটিটি সিজন থ্রি-তে হাজির আরমান, কৃতিকা এবং পায়েলকে নিয়ে যেমন দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে, তেমনি ঘরের প্রতিযোগীরাও কৌতুহল প্রকাশ করছেন। এসবের মাঝে এবার আরমান, কৃতিকা এবং পায়েলের সম্পর্কের রসায়ন প্রকাশ্যে আসতে শুরু করেছে। বসের ঘরে প্রবেশ করে কৃতিকা যেমন আরমানের সঙ্গে পরিচয়, তাঁর বিয়ে নিয়ে খোলসা করেন, তেমনি তাঁদের সম্পর্ক কেমন, তা নিয়েও মুখ খোলেন।
দেখুন আরমান, পায়েল, কৃতিকাকে...
View this post on Instagram
কৃতিকাকে বলতে শোনা যায়, আরমানের সঙ্গে বিয়ের পর তাঁর মনে হতে শুরু করে, তিনি ছোট একটি পরিবারকে নষ্ট করে দিয়েছেন। এমনকী পায়েল এবং তিনি প্রথম প্রথম একে অপরের দিকে তাকাতেন না চোখ তুলে, কথা বলা তো দূরঅস্ত। পায়েলের সঙ্গে তিনি প্রায় দেড় বছর মত কথা বলেননি।
এরপর আরমান, পায়েল এলং কৃতিকা একদিন একসঙ্গে বসে কথা বলেন এবং নিজেদের সমস্যাগুলি প্রকাশ করেন। এরপর থেকে তাঁদের সম্পর্ক ঠিক পথে এগোতে শুরু করে। এমনকী, বর্তমানে আরমান তাঁদের সঙ্গে লড়াই, ঝগড়া করলেও তিনি এবং পায়েল কখনও একে অপরের সঙ্গে কথা বন্ধ করেন না। তাঁরা দুজন ঝগড়াঝাটিও করেন না বলে জানান জনপ্রিয় ইউটিউবার আরমান মালিকের দ্বিতীয় স্ত্রী কৃতিকা।