Salman Khan: তাঁর জীবনের দীর্ঘ সম্পর্কের কথা ফাঁস করলেন সলমন খান, অবাক অনুরাগীরা
এবার শুরু হচ্ছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো৷ যেখানে ফের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে৷ যা নিয়ে সলমন অনুরাগীরা উচ্ছ্বসিত৷
মুম্বই, ২৪ সেপ্টেম্বর: জীবনের সবচেয়ে দীর্ঘ সম্পর্ক কার সঙ্গে? এবার গোপণ কথা প্রকাশ্যে আনলেন সলমন খান (Salman Khan)৷ যা শুনে কার্যত অবাক হয়ে যান সলমন খানের অনুরাগীরা৷
বলিউড (Bollywood0 ভাইজান বলেন, বিগ বসের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘকলীন৷ তাঁরা দুজনের অকৃতদার৷ সেই কারণে তাঁদের সম্পর্ক স্থায়ী হয়েছে৷ বহুদিন ধরে তাঁদের সম্পর্ক৷ এই সম্পর্ক খুব সহজে ভাঙার নয় বলেও মজা করে জানান সলমন খান৷
সম্প্রতি শেষ হয়েছে বিগ বস ওটিটি৷ যেখানে করণ জোহরকে (Karan Johar) পরিচালকের ভূমিকায় দেখা যায়৷ এবার শুরু হচ্ছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো৷ যেখানে ফের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে৷ বিগ বসের এবারের সিজনের জন্য সলমন কি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন?
আরও পড়ুন: Punjab: পাঞ্জাব থেকে ৩ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার বিস্ফোরক
পাপারাৎজির এমন প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, প্রত্য়েকবার বিগ বসের জন্য তাঁকে পরিশ্রম করতে হয় কিন্তু পারিশ্রমিক আর বাড়ে না৷ তিনি সেইদিনের জন্য অপেক্ষা করছেন যেদিন চ্যানেল কর্তৃপক্ষ ডেকে তাঁকে বলবে, পারিশ্রমিক বাড়ানোর কথা৷ যদিও পুরোটাই মজার ছলে ক্যামেরার সামনে গড়গড়িয়ে বলে যান সলমন খান৷