Bigg Boss 17: বিগ বসের ঘর থেকে বেরিয়েই ভিকির সঙ্গে বিচ্ছেদ অঙ্কিতার? জোর গুঞ্জন

'পবিত্র রিসতা' খ্যাত অভিনেত্রী যখন ক্যামেরার সামনে এমন মন্তব্য করেন, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। প্রসঙ্গত সলমন খানের রিয়্যালিটি শো বিগ বস আর শেষের মুখে। বিয়ের পর স্বামী ভিকি জৈনের সঙ্গে বসের ঘরে প্রবেশ করেন অঙ্কিতা লোখন্ডে। যেখানে ভিকি এবং অঙ্কিতার সম্পর্কের টানাপোড়েন দেখা যায়।

Ankita Lokhande, Vicky Jain (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ জানুয়ারি: বিগ বস শেষ পরপরই ভিকি জৈনের সঙ্গে আর থাকবেন না অঙ্কিতা লোখন্ডে? বসের ঘর থেকেই ভিকি-অঙ্কিতার বিচ্ছেদের সিদ্ধান্ত পাকা? সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে টেলি টাউন জুড়ে। বিগ বসের ঘর থেকে বেরনোর পর তিনি কী করবেন, তা সবাই দেখতে পারবেন। তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। 'পবিত্র রিসতা' খ্যাত অভিনেত্রী যখন ক্যামেরার সামনে এমন মন্তব্য  করেন, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। প্রসঙ্গত সলমন খানের রিয়্যালিটি শো বিগ বস আর শেষের মুখে। বিয়ের পর স্বামী ভিকি জৈনের সঙ্গে বসের ঘরে প্রবেশ করেন অঙ্কিতা লোখন্ডে। যেখানে ভিকি এবং অঙ্কিতার সম্পর্কের টানাপোড়েন দেখা যায়। কখনও ভিকির ব্যবহারে কেঁদে ফেলেন অঙ্কিতা , আবার কখনও দুজনের কথা কাটাকাটি শুরু হয়। সবকিছু মিলিয়ে এবারের বিগ বসের ঘরে ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডের সম্পর্ক নিয়ে বহুল চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: Bigg Boss 17: 'মৃত্যুর আগে ভেঙে চুরমার হয়ে গিয়েছিলেন', সুশান্তকে নিয়ে ফের মুখ খেুললেন অঙ্কিতা

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর ব্যাবসায়ী ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা লোখন্ডে। এমনকী সুশান্তের মৃত্যুর সময় থেকে অঙ্কিতাককে সব সময় আগলেও রাখতে দেখা যায় ভিকি জৈনকে। এবার সেই ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডে বিগ বসের ঘরে এলে, তাঁদের সম্পর্কের রসায়ন এভাবে কেন পালটে গেল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।