Athiya Shetty - KL Rahul Wedding: প্রকাশ্যে আথিয়া শেট্টি, কে এল রাহুলের বিয়ের ছবি, দেখুন

Athiya, Rahul Wedding (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ জানুয়ারি: সাতপাকে বাঁধা পড়লেন কে এল রাহুল (KL Rahul ), আথিয়া শেট্টি (Athiya Shetty)। সুনীল শেট্টির খান্ডালার বাগান বাড়িতে কে এল রাহুল, আথিয়া শেট্টির বিয়ের অনুষ্ঠান বসে। সোমবার আথিয়া, রাহুলের বিয়ের পর এবার প্রকাশ্যে এল প্রথম ছবি। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই খান্ডালায় সুনীল শেট্টির বাগান বাড়িতে বসে এই হাই প্রোফাইল বিয়ের আসর। আথিয়া, রাহুলের বিয়ের পর সুনীল শেট্টি সংবাদমাধ্যমের সামনে আসেন এবং ধন্যবাদ জানান পাপারাৎজিকে।  সুনীল শেট্টির পাশাপাশি আহান শেট্টিকেও দেখা যায় সংবাদমাদ্যমকে ধন্যবাদ জানাতে।

সোমবার বিয়ের পর নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন আথিয়া শেট্টি এবং কে এল রাহুল।  বিয়ের পর এই হাই প্রোফাইল জুটির পাপারাৎজির সামনে আসার কথা থাকলেও, প্রথমে তাঁরা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে জীবনের বিশেষ মুহূর্তের ছবি তুলে ধরেন। যা দেখে আপ্লুত কে এল রাহুল এবং আথিয়া শেট্টির অসংখ্য অনুরাগী।  পাশাপাশি বিয়ের পর রাহুল, আথিয়াকে শুভেচ্ছা জানান বিরাট কোহলি, কৃতী শ্যানন, কার্তিক আরিয়ানরা।   দেখুন...

আরও পড়ুন: KL Rahul, Athiya Shetty Wedding: রাহুল, আথিয়ার নাচ

 

View this post on Instagram