Aryan Khan Is Dating With Pak Actor Sadia Khan?: পাকিস্তানি অভিনেত্রী সাদিয়ার সঙ্গে সম্পর্কে জড়ালেন আরিয়ান খান, জোর গুঞ্জন

আরিয়ান খান যখন দুবাইতে যান, তাঁর সঙ্গে কাজল-কন্যা নাইসা তাঁর বিশেষ বন্ধু ওরহান আওয়াত্রামিনকেও দেখা যায়। নাইসাদের সঙ্গে আরিয়ান খান যখন পার্টি করেন, তখন নোরা ফতেহির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। বর্ষবরণ উপলক্ষ্যে নোরা ফতেহি আরিয়ান খানদের সঙ্গে দুবাইতে গিয়েছেন বলে অনেকে মন্তব্য করেন।

Aryan Khan, Pak Actress Sadia Khan (Photo Credit: ANI/Twitter)

মুম্বই, ৯ জানুয়ারি: আরিয়ান খান (Aryan Khan) ডেট করছেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের (Sadia Khan) সঙ্গে? দুবাইতে আরিয়ান খান যখন বর্ষবরণের পার্টিতে মগ্ন, সেই সময় তাঁর সঙ্গে পাক অভিনেত্রী সাদিয়ার ছবি প্রকাশ্যে আসে। যা নিয়ে শুরু হয়ে যায় জোর জল্পন। শাহরুখ-পুত্রের সঙ্গে সাদিয়া খান সম্পর্কে জড়িয়েছেন কি না, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। যদিও প্রত্যেকবারের মত এবারেও বিষয়টি নিয়ে চুপ আরিয়ান খান। তবে আরিয়ান খানের সঙ্গে পাকিস্তানি অভিনেত্রীর সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।

প্রসঙ্গত আরিয়ান খান যখন দুবাইতে (Dubai) যান, তাঁর সঙ্গে কাজল-কন্যা নাইসা তাঁর বিশেষ বন্ধু ওরহান আওয়াত্রামিনকেও দেখা যায়। নাইসাদের সঙ্গে আরিয়ান খান যখন পার্টি করেন, তখন নোরা ফতেহির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। বর্ষবরণ উপলক্ষ্যে নোরা ফতেহি আরিয়ান খানদের সঙ্গে দুবাইতে গিয়েছেন বলে অনেকে মন্তব্য করেন। এমনকী, নোরার সঙ্গে আরিয়ান ডেট করছেন বলেও গুঞ্জন ছড়ায়।

আরও পড়ুন: Aryan Khan: ক্যাটরিনার বোন ইসাবেলার সঙ্গে আরিয়ানের পার্টি, ভাইরাল শাহরুখ-পুত্রের ছবি

নোরা ফতেহির সঙ্গে আরিয়ান খানের সম্পর্কের গুঞ্জনের রেশ কাটতে না কাটতই এবার সাদিয়া খানের সঙ্গে নাম জড়িয়ে জল্পনা শুরু হয় শাহরুখ-পুত্রকে নিয়ে।