Aryan Khan: আরিয়ান খান নাইটক্লাবে, কটাক্ষের মুখে শাহরুখ-পুত্র
আরিয়ান যখন মুখ থেকে মাস্ক নামিয়ে মদ্যপান করেন, তা নিয়ে কটাক্ষ করেন অনেকে। কেউ কেউ বলেন, 'এবার তো শুধরে যান'।
মুম্বই, ১৯ জুলাই: মাদককাণ্ডে (Drug Case) এনসিবির (NCB) চার্জশিটে নেই আরিয়ান খানের নাম। এনসিবির হাত মুক্তি পাওয়ার এবার ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন শাহরুখ-পুত্র। সম্প্রতি আরিয়ানকে একটি বিলাসবহুল নাইটক্লাব অর্থাৎ পানশালায় দেখা যায়। আরিয়ানের সেই ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে জোর জল্পনা ছড়ায়। আরিয়ান (Aryan Khan) কেন নাইটক্লাবে আবার গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
এমনকী, আরিয়ান যখন মুখ থেকে মাস্ক নামিয়ে মদ্যপান করেন, তা নিয়ে কটাক্ষ করেন অনেকে। কেউ কেউ বলেন, 'এবার তো শুধরে যান'। কেউ বলতে শুরু করেন, এখন তো মুক্ত আরিয়ান। তাই ওঁর যা ইচ্ছা তাই করবেন। তবে কেউ কেউ আরিয়ানের পাশে দাঁড়ান।
আরও পড়ুন: Sourav Ganguly: করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে
আরিয়ানকে ওঁর জীবন নিয়ে থাকতে দিন। ওঁকে ওঁর মত চলতে দিন বলে মন্তব্য করেন অনেকে। কেউ বলেন, কেন কিছু কিছু মানুষ সব বিষয়ে নিজেদের মত প্রকাশ করেন, নাক গলান! সবকিছু মিলিয়ে শাহরুখ পুত্রকে পানশালায় দেখে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে নেটিজেনদের মধ্যে।