Aryan Khan Drug Case: আরিয়ান মামলা, এনসিবির সমীর ওয়াংখেড়ের সঙ্গে বিজেপি যোগ, অভিযোগ মহা মন্ত্রীর

মহারাষ্ট্রের মন্ত্রী আরও বলেন, ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে৷ রবিবার ১১ জনের গ্রেফতারির পর ৩ জনকে ছেড়ে দেওয়া হয়৷ কার নির্দেশে এনসিবি ওই ৩ জনকে মুক্ত করল বলে প্রশ্ন তোলেন নবাব মালিক৷

Aryan Khan, Nawab Malik (Photo Credit: Twittter/ANI/Instagram

মুম্বই, ৯ অক্টোবর: মাদক মামলায় (Drug Case) জামিন পাননি আরিয়ান খান (Aryan Khan) ৷ শুক্রবার আরিয়ান খান, আরবাজ শেঠ মার্চেন্ট, মুনমুন ধমেচাদের জামিন নাকচ করার পর ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷

শনিবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এনসিপির নবাব মালিক বলেন, মুম্বই (Mumbai Police) পুলিশের যে অ্যান্টি নারকোটিক সেল রয়েছে, তারা যাতে এর তদন্ত করে, সে বিষয়ে আবেদন জানানো হবে৷ তিনি নিজে এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবেন বলে জানান নবাব মালিক৷ এ বিষয়ে যাতে তদন্ত কমিশন বসানো হয়, সে বিষয়েও আবেদন জানাবেন বলে জানান নবাব মালিক৷

আররও পড়ুন: Aryan Khan Drug Case: জামিন নাকচ আরিয়ানের, হু হু করে কান্না গৌরী খানের

মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী আরও বলেন, ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে৷ রবিবার ১১ জনের গ্রেফতারির পর ৩ জনকে ছেড়ে দেওয়া হয়৷ কার নির্দেশে এনসিবি ওই ৩ জনকে মুক্ত করল বলে প্রশ্ন তোলেন নবাব মালিক৷

এনসিপি নেতা আরও অভিযোগ করেন, ৩ অক্টোবর আরিয়ান খানদের সঙ্গে গোয়াগামী প্রমোদতরী থেকে যাঁদদের গ্রেফতার করা হয়, তার মধ্যে প্রতীক গবা, রিষভ সচদেব এবং আমির ফার্নিচারওয়ালাকে মুক্ত করা হয়৷ কার নির্দেশে ওই ৩ জনকে ছাড়া হল, সে বিষয়ে খোলসা করে জানাক এনসিবি৷ এমনকী, বিজেপি নেতাদের সঙ্গে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede ) যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন নবাব মালিক৷

প্রসঙ্গত আরিয়ান খানের গ্রেফতারির পর থেকেই বিষয়টি নিয়ে একের পর এক অভিযোগ করতে শুরু করেন নবাব মালিক৷  এমনকী, প্রমোদতরী থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে এনসিবি যে করে, তা সঠিক নয় বলেও দাবি করেন নবাব মালিক৷