Aryan Khan Drug Case: 'আমরা কাউকে নিশানা করছি না', শাহরুখ পুত্রের গ্রেফতারির পর বললেন এনসিবি অফিসার

আরিয়ান খানের গ্রেফতারিকে 'হুইচ হান্টিং' বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা শশী থারুর৷ ২৩ বছরের একটি ছেলেকে গ্রেফতার করে, তাঁকে মুখ করা হচ্ছে বলেও ক্ষোভের সুরে মত প্রকাশ করেন শশী থারুর৷

ShahRukh Khan, Aryan Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ৫ অক্টোবর: রবিবার প্রমোদতরীর রেভ পার্টি থেকে শাহরুখ (Shah Rukh Khan) তনয় আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারির পর থেকে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে৷ শাহরুখ পুত্রকে গ্রেফতার করে, তাঁকে নিশানা বানানো হচ্ছে৷ এমন অভিযোগও করতে শুরু করেছেন বহু মানুষ৷ যার প্রেক্ষিতে এবার মুখ খুললেন এনসিবির অফিসার সমীর ওয়াংখেড়ে ( Sameer Wankhede)৷

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) এই দাপুটে অফিসার বলেন, তাঁরা কাউকে নিশানা করছেন না৷ গত ১০ মাসে কমপক্ষে ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে মাদক ইস্যুতে৷ যার মধ্যে ৪ থেকে ৫ জন জনপ্রিয় মুখ৷ তাহলে কাউকে কীভাবে তাঁরা নিশানা করছেন বলে প্রশ্ন তোলেন সমীর ওয়াংখেড়ে৷ শুধু তাই নয়, গত ১০ মাসে এমন অনেককে গ্রেফতার করা হয়েছেন, যাঁরা মাদকের পাচার, কারবারের মতো কাজে যুক্ত৷ মাদক চক্রের ফাঁস করাই তাঁদের কাজ৷ তাঁরা কেন বলিউডকে (Bollywood) নিশানা করবেন বলেও প্রশ্ন তোলেন সমীর ওয়াংখেড়ে৷

প্রসঙ্গত সমীর ওয়াংখেড়েই রবিবার যাত্রী সেজে গোয়াগামী ওই প্রমোদতরীতে হাজির হন এবং আরিয়ান খানকে গ্রেফতার করেন৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে যে মাদক মামলা দায়ের করা হয় এনডিপিএস অ্যাক্টে৷ তারও প্রধান মুখ ছিলেন সমীর ওয়াংখেড়ে৷

আরও পড়ুন: Aryan Khan Drug Case: জামিন খারিজ হতেই আরিয়ানের বন্ধুকে জেরার জন্য অফিসে নিয়ে গেল এনসিবি

এদিকে আরিয়ান খানের গ্রেফতারিকে 'হুইচ হান্টিং' বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা শশী থারুর৷ ২৩ বছরের একটি ছেলেকে গ্রেফতার করে, তাঁকে মুখ করা হচ্ছে বলেও ক্ষোভের সুরে মত প্রকাশ করেন শশী থারুর৷

হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও আরিয়ানকে ভাল ছেলে বলে মন্তব্য করেন৷ তাঁর গ্রেফতারি 'হুইচ হান্টিং' বলে কটাক্ষ করেন সুজান খানও৷