Aryan Khan Drug Case: জামার পকেট, অন্তর্বাস থেকে উদ্ধার কোকেন, চরস, আরিয়ানের গ্রেফতারির পর জানাল এনসিবি
আরিয়ানের জামিনের জন্য লড়াই করছেন সতীশ মানশিন্ডে৷ জানা যাচ্ছে এমন খবর৷ আরিয়ানকে যাতে শিগগিরই এনসিবির হেফাজত থেকে বের করা যায়, সে বিষয়ে তৎপর শহরুখ সতীশ মানশিন্ডের দ্বারস্থ হন৷
মুম্বই, ৪ অক্টোবর: সোমবারই আদালতে তোলা হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানকে ( Aryan Khan)৷ জেরার জন্য ফের আরিয়ানকে নিজেদের হেফাজতে চাইতে পারে এনসিবি৷ পাওয়া যাচ্ছে এমন খবর৷ আরিয়ানের পাশাপাশি রবিবার প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরবাজ মার্চেন্ট, মুমমুন ধামেচা সহ আরও বেশ কয়েকজনকে৷ আরিয়ানকে কারা মাদক সরবরাহ করতেন, সে বিষয়ে খতিয়ে দেখতেই শাহরুখ পুত্রকে ফের নিজেদের হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷
প্রসঙ্গত রবিবার যখন আরিয়ান খানদের প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয়, সেই সময় তাঁদের কাছে থেকে উদ্ধার করা হয় ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, এমডিএমএ-র ২১টি ট্যাবলেট, ৫ গ্রাম এমডি৷ আরিয়ানদের কাছে থেকে যে মাদকগুলি উদ্ধার করা হয়, তার সবকটিই নিষিদ্ধ বলে জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)৷
আরও পড়ুন: Aryan Khan Drug Case: মাদক নিয়ে গ্রেফতার শাহরুখ পুত্র, কঠিন সময়ে কিং খানের পাশে পূজা ভাট
এদিকে আরিয়ানের জামিনের জন্য লড়াই করছেন সতীশ মানশিন্ডে৷ জানা যাচ্ছে এমন খবর৷ আরিয়ানকে যাতে শিগগিরই এনসিবির হেফাজত থেকে বের করা যায়, সে বিষয়ে তৎপর শহরুখ (Shah Rukh Khan) সতীশ মানশিন্ডের দ্বারস্থ হন৷ সতীশ মানশিন্ডের দাবি, আরিয়ান খানকে গ্রেফতার করা হয় শুধুমাত্র তাঁর হোয়াটস অ্যাপ চ্যাটের কথপোকথনের দৌলতে৷ আরিয়ানের কাছে ছিল না প্রমোদতরীর কোনও বোর্ডিং পাস৷ সেখানকার কোনও টিকিট, কোনও আসন আরিয়ানের নামে বুক করা হয়নি৷ রবিবার প্রমোদতরীতে যে রেভ পার্টির আয়োজন করা হয়, সেখানে শুধুমাত্র আমন্ত্রিত হয়ে আরিয়ান গিয়েছিলেন বলে দাবি সতীশ মানশিন্ডের৷
রিপোর্টে প্রকাশ, শ্রেয়স নায়ার নামে এক যুবক আরিয়ান খানকে নমাদক সরবারহ করতেন৷ জেরার জন্য শ্রেয়াস নায়ারকেও গ্রেফতার করা হয় বলে খবর৷ গ্রেফতারির পর শ্রেয়স নায়ারের দাবি, গোয়ার এক মাদক পাচারকারীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল৷ তাঁর কাছ থেকেই কোকেন, চরস সহ অন্য নেশার দ্রব্য আমদানি করে তিনি আরিয়ান, মুনমুন, আরবাজদের কাছে পৌঁছে দিতেন৷
প্রসঙ্গত গোয়ারই একটি প্রমোদতরী ভাড়া করে রবিবার চলছিল বিলাসবহুল রেভ পার্টি৷ যে খবর পাওয়ার পর রবিবার সকাল ১০টায় ওই প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি৷ রাত দশটা নাগাদ শেষ হয় অভিযান৷ সেখান থেকেই গ্রেফতার করা হয় আরিয়ান খানকে৷ জানা যায়, কারও জামার পকেট থেকে, কারও পার্স থেকে, কারও অন্তর্বাস থেকে ওইদিন উদ্ধার করা হয় মাদক (Drug Case)৷