Aryan Khan Drug Case: জেরার সময় কান্না আরিয়ানের, ৪ বছর ধরে মাদকে আসক্ত শাহরুখ পুত্র, দাবি রিপোর্টে
শাহরুখ পুত্রের গ্রেফতারির পর গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়৷ আরিয়ানের গ্রেফতারির পর তাঁকে জেরার সময় ভেঙে পড়েন শাহরুখ পুত্র৷ এক নাগাড়ে কাঁদতে শুরু করেন কিং খানের ছেলে৷
মুম্বই, ৪ অক্টোবর: রবিবার গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে (Aryan Khan)৷ রবিবার সকাল ১০টা থেকে তল্লাশি চালিয়ে রাতে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুমমুন ধমেচা সহ আরও বেশ কয়েকজনকে এনডিপিসি অ্যাক্টে গ্রেফতার করে এনসিবি (NCB)৷
শাহরুখ (Shah Rukh Khan)পুত্রের গ্রেফতারির পর গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়৷ আরিয়ানের গ্রেফতারির পর তাঁকে জেরার সময় ভেঙে পড়েন শাহরুখ পুত্র৷ এক নাগাড়ে কাঁদতে শুরু করেন কিং খানের ছেলে৷ ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে এমনই সব তথ্য উঠে আসতে শুরু করে৷
জানা যায়, গত ৪ বছর ধরে মাদকের নেশা করছিলেন আরিয়ান খান৷ লন্ডন, দুবাই সহ বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মাদক সেবন করতেন তিনি৷ এমনই আরিয়ানের ফোনের হোয়াটস অ্যাপের চ্যাট থেকে যে তথ্য উঠে আসে, সেখানে আন্তর্জাতিক মাদক চক্রের যোগ থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ শাহরুখ পুত্রের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের (Drug Case) যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আরিয়ানকে আরও বেশ কিছুদিন নিজেদের হেফাজতে রাখতে চায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ ফলে সোমবার আরিয়ানদের মুম্বইয়ের আদালতে তোলা হলে, আগামী ১১ অক্টোবর পর্যন্ত তাঁকে হেফজাতে রাখার আবেদন জানানো হয় এনসিবির তরফে৷
জানা যায়, রবিবার গোয়াগামী (Goa) যে প্রমোদতরী থেকে আরিয়ান খানকে গ্রেফতার করে এনসিবি, সেখানে কেউ পার্সের ভিতর লুকিয়ে মাদক রাখেন৷ কাউকে অন্তর্বাসে মাদক লুকিয়ে রাখতে দেখা যায়৷ কাউকে আবার চশমার লেন্সের বক্সেও মাদক লুকিয়ে রাখতে দেখা যায়৷ সবকিছু মিলিয়ে রবিবারের ঘটনার পর এই মাদক চক্রের সঙ্গে বলিউডের আর কোনও হাই প্রোফাইল ব্যক্তির যোগ রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু করেছে এনসিবি৷