Sameer Wankhede: শাবানার সঙ্গে 'নিকাহ' সমীর ওয়াংখেড়ের, ছবি শেয়ার করে বিস্ফোরক দাবি মন্ত্রীর
নবাব মালিক যে ছবি শেয়ার করেন, সেখান সমীর ওয়াংখেড়ের সঙ্গে চিকিৎসক শাবানা কুরেশির ছবি দেখা যায়। নবাব মালিক ওই ছবি শেয়ার করার পর থেকে জোর শোরগোল শুরু হয়েছে।
মুম্বই, ২৭ অক্টোবর: সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিয়ের ছবি প্রকাশ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। সমীর দাউদ ওয়াংখেড়ে এবং শাবানা কুরেশির বিয়ের ছবি শেয়ার করে, এনসিবির মুম্বইয়ের জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে তোপ দাগলেন নবাব মালিক। মহারাষ্ট্রের মন্ত্রীর অভিযোগ, চাকরি পাওয়ার জন্য নিজের পড়াশোনার শংসাপত্রে প্রান্তিক হিন্দু হিসেবে নিজেকে প্রকাশ করেন সমীর। তিনি যে একজন অসৎ ব্যক্তি এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যের অবতারণা করেন, তা এই ছবি থেকে স্পষ্ট বলেও অভিযোগ করেন নবাব মালিক।
প্রসঙ্গত নবাব মালিক (Nawab Malik) যে ছবি শেয়ার করেন, সেখান সমীর ওয়াংখেড়ের সঙ্গে চিকিৎসক শাবানা কুরেশির ছবি দেখা যায়। নবাব মালিক ওই ছবি শেয়ার করার পর থেকে জোর শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন: Neha Dhupia: সদ্যোজাতকে স্তন্যপান নেহার, ছবি শেয়ার অভিনেত্রীর
দেখুন নবাব মালিকের প্রকাশ করা ছবি...
এদিকে বর্তমানে সমীর ও.য়াংখেড়ের স্ত্রীর নাম ক্রান্তি রেধকর। মারাঠি ছবির পাশাপাশি 'গঙ্গাজল' ছবির মাধ্যমে বলিউডে (Bollywood) পা রাখতে দেখা যায় অভিনেত্রী ক্রান্তি রেধকরকে। শাবানা কুরেশির সঙ্গে বিচ্ছেদের পরই কি ক্রান্তি রেধকরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সমীর ওয়াংখেড়ে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।