Aryan Khan Drug Case: আপাতত জেলই ঠিকানা, ভিডিয়ো কলে শাহরুখ, গৌরীর সঙ্গে কথা আরিয়ানের

আরিয়ান খানের সঙ্গে মাদক মামলার যোগসূত্র রয়েছে, তা প্রমাণ করতে এবার বিদেশ মন্ত্রকের সাহায্য চাওয়া হয় এনসিবির তরফে। পাশাপাশি মাদক মামলায় যোগসূত্র প্রমাণ করতে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে আনা হয় এনসিবির তরফে।

ShahRukh, Gauri With Aryan Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ১৫ অক্টোবর: ভিডিয়ো কলের মাধ্যমে বাবা, মায়ের সঙ্গে কথা বললেন আরিয়ান খান (Aryan Khan)। মুম্বইয়ের আর্থার রোড জেল থেকেই শাহরুখ খান এবং গৌরী খানের (Gauri Khan) সঙ্গে কথা বলেন আরিয়ান। জেল (Jail) কর্তৃপক্ষরে তরফেই পাওয়া যায় ওই খবর।

বৃহস্পতিবার ফের আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ফলে আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে শাহরুখ (Shah Rukh Khan) তনয়কে। যা নিয়ে ফের একদফা য়জোর শোরগোল শুরু হয়ে যায়।

 

এদিকে আরিয়ান খানের সঙ্গে মাদক মামলার (Aryan Khan Drug Case) যোগসূত্র রয়েছে, তা প্রমাণ করতে এবার বিদেশ মন্ত্রকের সাহায্য চাওয়া হয় এনসিবির তরফে। পাশাপাশি মাদক মামলায় যোগসূত্র প্রমাণ করতে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে আনা হয় এনসিবির তরফে। এনসিবির (NCB) কথায়, যে দেশে মহাত্মা গান্ধীর মতো মানুষের জন্ম, যিনি দেশের জন্য লড়াই করেছেন, সেই দেশে মাদকের কোনও জায়গা নেই।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: মাদকের জালে জড়িয়ে আরিয়ান? যোগসূত্র প্রমাণে বিদেশ মন্ত্রকের সাহায্য চাইল এনসিবি

এনসিবির তরফে আরও জানানো হয়, তাঁরা কোনওভাবেই দেশের যুব সম্প্রদায়কে টেনে এনে জেলে ভরে দেন না। পাশাপাশি আরিয়ানের সঙ্গে তাঁরা কোনও খারাপ ব্যবহার করছেন না বলেও জানানো হয় এনসিবির তরফে।