মুম্বই, ১৫ অক্টোবর: আপাতত জেলেই থাকতে হচ্ছে শাখরুখ (Shah Rukh Khan Son) তনয় আরিয়ান খানকে (Aryan Khan)। আগামী বুধবার পর্যন্ত কোনওভাবেই আরিয়ান জামিন পাচ্ছেন না। যা নিয়ে চিন্তায় শাহরুখ, গৌরী দুজনেই।
রিপোর্টে প্রকাশ, আরিয়ান খানের মাদক মামলার (Aryan Khan Drug Case) যোগসূত্র রয়েছে, তা প্রমাণ করতে এবার বিদেশ মন্ত্রকের সাহায্য চাওয়া হয়েছে এনসিবির তরফে। পাশাপাশি মাদক মামলায় যোগসূত্র প্রমাণ করতে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে আনা হয়েছে এনসিবির তরফে। এনসিবির (NCB) কথায়, যে দেশে মহাত্মা গান্ধীর মতো মানুষের জন্ম, যিনি দেশের জন্য লড়াই করেছেন, সেই দেশে মাদকের কোনও জায়গা নেই।
আরও পড়ুন: Delhi Police: উৎসবের মরসুমে দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কতা দিল্লি পুলিশের
এনসিবির তরফে আরও জানানো হয়, তাঁরা কোনওভাবেই দেশের যুব সম্প্রদায়কে টেনে এনে জেলে ভরে দেন না। পাশাপাশি আরিয়ানের সঙ্গে তাঁরা কোনও কারাপ ব্যবহার করছেন না বলেও জানানো হয় এনসিবির তরফে।