Stardom: ছেলের পরিচালিত ওয়েব সিরিজে ১০০ কোটির বিনিয়োগ শাহরুখের, শুটিং শেষে কেক কেটে উদযাপন আরিয়ানের

'স্টারডম', নামের মতই সিরিজে দেখা মিলবে বলিউডের একগুচ্ছ তারকার। শাহরুখ খান তো রয়েছেনই, সেই সঙ্গে রণবীর কাপুর, করণ জোহার, রণবীর সিং, অনন্যা পাণ্ডে সহ অন্তনপক্ষে ৫০ জন বলি তারকার ক্যামিও রয়েছে আরিয়ানের সিরিজে।

Aryan Khan (Photo Credits: Instagram)

বাবা শাহরুখ খানের (Shah Rukh Khan) মত অভিনয় নয়, বরং পরিচালনায় বরাবর ঝোঁক ছিল ছেলে আরিয়ান খানের (Aryan Khan)। আর সেই আগ্রহ, ইচ্ছা থেকেই নিজের প্রথম ওয়েব সিরিজ 'স্টারডম'এর (Stardom) শুটিং শেষ করেলেন শাহরুখ পুত্র। সিরিজের শেষ দিনের শুটিং সমাপ্ত করে নিজের টিমের সদস্যদের সঙ্গে চলল উদযাপন। শনিবার নিজের পরিচালনায় প্রথম সিরিজের কাজ শেষ করেছেন আরিয়ান। তাই কলাকুশলীদের নিয়ে বিশাল কেক কেটে করলেন খুশির উদযাপন। জানা গিয়েছে, ছেলের প্রথম ওয়েব সিরিজের জন্যে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন বাবা শাহরুখ খান। 'স্টারডম' (Stardom), নামের মতই সিরিজে দেখা মিলবে বলিউডের একগুচ্ছ তারকার। শাহরুখ খান তো রয়েছেনই, সেই সঙ্গে রণবীর কাপুর (Ranbir Kapoor), করণ জোহার (Karan Johar), রণবীর সিং (Ranveer Singh), অনন্যা পাণ্ডে (Ananya Panday) সহ অন্তনপক্ষে ৫০ জন বলি তারকার ক্যামিও রয়েছে আরিয়ানের সিরিজে।

কেক কেটে উদযাপন... 

 

View this post on Instagram

 

A post shared by SRK WARRIORS (@teamsrkwarriors)

চলতি বছরেই বোন সুহানা খান (Suhana Khan) জোয়া আখতারের পরিচালনায় 'দ্য আর্চিজ' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছেন। বাবার পথ অনুসরণ করে বোন অভিনয় জগতে পা রাখলেও আরিয়ান বেছে নিয়েছেন পরিচালনা। ক্যমেরার উলটো দিকেই স্বাচ্ছন্দ্য তিনি। নিজের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজকে চিত্তাকর্ষক করে তুলতে কোন কসরত বাকি রাখেননি শাহরুখ পুত্র। প্রথম কাজ দিয়েই তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে যান আরিয়ান। সেই লক্ষ্যে কতটা সফল হন তিনি তা সিরিজ মুক্তি পাওয়ার পর দর্শকই বলবে। তবে স্টারডম-এর মুক্তি নিয়ে এখনও কিছু জানা যায়নি।



@endif