Swara Bhasker: কপিল মিশ্রাকে টুইটে আক্রমণ স্বরা ভাস্করের, গ্রেফতারের দাবি নেটিজেনদের

দিল্লি (Delhi) সংঘর্ষে প্রাণ হারান এক পুলিশ অফিসার ও আইবি অফিসার। এই হিংসায় প্রাণ যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী আরও এক ব্যক্তির। আইবি অফিসার অঙ্কিত শর্মার মৃত্যুর পর তাঁর হৃদয় ভেঙে যায় স্বরা ভাস্কর। অঙ্কিত শর্মার পরিবারের ছবি টুইটারে শেয়ার করেন তিনি। তার সঙ্গে লেখেন, এসব সহ্য করা যায় না। এরজন্য দায়ী রাজ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। মানুষকে না বাঁচিয়ে গণ্ডগোল করার জন্য নেতারা উত্তেজক বিবৃতি দিতে শুরু করেন, তার জন্যই এসব ঘটে। পাশাপাশি হ্যাশট্যাগ ব্যবহার করে দিল্লির (BJP) বিজেপি নেতাকে কাঠগড়ায় তুলে কপিল মিশ্রকে গ্রেফতারের দাবিও জানান স্বরা ভাস্কর। কপিল মিশ্রকে গ্রেফতারির দাবি জানান (Bollywood) বলিউড অভিনেত্রী। টুইটারে ট্রেন্ড করে গ্রেফতারির হ্যাশট্যাগ।

স্বরা ভাস্কর (Photo Credits: Facebook)

নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: দিল্লি (Delhi) সংঘর্ষে প্রাণ হারান এক পুলিশ অফিসার ও আইবি অফিসার। এই হিংসায় প্রাণ যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী আরও এক ব্যক্তির। আইবি অফিসার অঙ্কিত শর্মার মৃত্যুর পর তাঁর হৃদয় ভেঙে যায় স্বরা ভাস্কর। অঙ্কিত শর্মার পরিবারের ছবি টুইটারে শেয়ার করেন তিনি। তার সঙ্গে লেখেন, এসব সহ্য করা যায় না। এরজন্য দায়ী রাজ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীরা। মানুষকে না বাঁচিয়ে গণ্ডগোল করার জন্য নেতারা উত্তেজক বিবৃতি দিতে শুরু করেন, তার জন্যই এসব ঘটে। পাশাপাশি হ্যাশট্যাগ ব্যবহার করে দিল্লির (BJP) বিজেপি নেতাকে কাঠগড়ায় তুলে কপিল মিশ্রকে গ্রেফতারের দাবিও জানান স্বরা ভাস্কর। কপিল মিশ্রকে গ্রেফতারির দাবি জানান (Bollywood) বলিউড অভিনেত্রী। টুইটারে ট্রেন্ড করে গ্রেফতারির হ্যাশট্যাগ।

স্বরার ট্যুইটের পর ফের বিতর্কে শুরু হয়। তাঁর বিরুদ্ধে মুখ খোলেন এক ব্যক্তি। স্বরাকে 'নাগিন' বলে কটাক্ষ করতে ছাড়েননি ওই ব্যক্তি। শুধু তাই নয়, গত ২ মাস ধরে সাধারণ মানুষের মনে 'বিষ' ঢালছেন স্বরা। এসবের জন্য ঈশ্বর তাঁকে ক্ষমা করবেন না বলেও মন্তব্য করেন ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তিকে স্বরা স্পষ্ট জানিয়ে দেন, যাঁরা হিংসা চড়ান, তাঁদের পাত্তা দেন না তিনি। আরও পড়ুন, ভূমি পেদনেকরের নেকলাইন পোশাকে সমালোচনার ঝড়

এদিকে দিল্লির হিংসা নিয়ে মুখ খোলায় স্বরাকে গ্রেফতার করতে হবে বলে দাবি করতে শুরু করেন ভক্ত নেটিজেনরা। এমনকী, হ্যাশট্যাগ দিয়ে অ্যারেস্ট স্বরা বলেও কেউ কেউ ছবি শেয়ার করতে শুরু করেন। এরপরই ফের সংবাদের শিরোনামে উঠে আসেন স্বরা ভাস্কর। এদিকে দিল্লিতে সংঘর্ষের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। নিন্দার ঝড় উঠেছে ফের।