Arjun Kapoor: প্লাজমা দান করবেন করোনাজয়ী অভিনেতা অর্জুন কাপুর?

চলতি মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় নিজের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। একই সঙ্গে জানান উপসর্গহীন হওয়ায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা করাচ্ছেন। আজ জানা গেল, করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার ৪৫ দিন পর প্লাজমা দান করবেন অভিনেতা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে খবর, অর্জুন কাপুর মানুষের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যাঁদের প্রয়োজন রয়েছে, তাঁদের জন্য তিনি প্লাজমা দিতে চান। এই খবরকে নিশ্চিত করে সূত্রের দাবি, “হ্যাঁ এটা সত্যি। করোনা আক্রান্ত হওয়ার ৪৫ দিনের মাথায় প্লাজমা দান করবেন অর্জুন কাপুর।

অর্জুন কাপুর(Photo Credits: Instagram)

চলতি মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় নিজের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। একই সঙ্গে জানান উপসর্গহীন হওয়ায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা করাচ্ছেন। আজ জানা গেল, করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার ৪৫ দিন পর প্লাজমা দান করবেন অভিনেতা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে খবর, অর্জুন কাপুর মানুষের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যাঁদের প্রয়োজন রয়েছে, তাঁদের জন্য তিনি প্লাজমা দিতে চান। এই খবরকে নিশ্চিত করে সূত্রের দাবি, “হ্যাঁ এটা সত্যি। করোনা আক্রান্ত হওয়ার ৪৫ দিনের মাথায় প্লাজমা দান করবেন অর্জুন কাপুর। তাঁর এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কারণ তাঁকে দেখেই অন্যরা অনুপ্রাণীত হয়ে এই কাজে এগিয়ে আসবেন।” আরও পড়ুন-Taj Mahal: করোনার কাঁটা সরিয়ে সোমবার তাজ মহল খুলতেই প্রথম পর্যটক চিনা নাগরিক?

জানা গিয়েছে, প্লাজমা দিতে সিটি হাসপাতালে যাবেন অর্জুন। সংস্থার তরফে অর্জুন কাপুরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। রীতিমতো কোভিড সংক্রান্ত গাইড লাইন মেনেই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে প্লাজমা নেওয়ার বন্দোবস্ত করা হবে বলে খবর। কোরনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার পর প্রচুর সংখ্যক সেলিব্রিটি, প্রখ্যাত ব্যক্তিত্ব প্লাজমা দানে এগিয়ে এসেছেন। এই তালিকায় রয়েছেন এসএস রাজামৌলি, কণিকা কাপুর, করিম মোরানি ও তাঁর দুই মেয়ে জোয়া এবং শাজা। এই তালিকায় রয়েছেন আরও অনেকেই।