Arijit Singh: কনসার্টে গিয়ে হেনস্থার শিকার অরিজিৎ সিং, ডান হাতে চোট পেলেন গায়ক
গান থামিয়ে মঞ্চের মধ্যেই চিকিৎসা চলে গায়কের। অরিজিতের হাতে জোরানো হয়েছে ক্রেপ ব্যান্ডেজ।
মুম্বই, ৮ মেঃ অরিজিৎ সিং, যার একটা কনসার্টের খবর প্রকাশ্যে আসতেই মুখিয়ে থাকেন তামাম শ্রোতারা। ভারতের অন্যতম সেরা গায়কদের মধ্যে নিজের জায়গা দখল করেছেন তিনি। তার গানের জাদুতে মোহিত গোটা দুনিয়া। বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে তার সুরেলা কণ্ঠস্বর। খ্যাতির শিখরে থাকা গায়কের ভক্ত ছড়িয়ে রয়েছে আসমুদ্র হিমাচলে। সদ্য ঔরঙ্গাবাদে কনসার্ট করতে এসে হেনস্থার শিকার হলেন তিনি। ভক্তের হেনস্থার চোট হান হাতে আঘাত পেলেন অরিজিৎ সিং (Arijit Singh Injury) ।
কনসার্টে এসে হেনস্থার শিকার...
ঔরঙ্গাবাদে অরিজিতের কনসার্ট (Arijit Singh Live Concert at Aurangabad) মাঝে ঘটে গেল এক বিপত্তি। ভক্তদের ভিড়ে মঞ্চে গান গাওয়ার সময়ে ভক্তদের সঙ্গে হাত মেলাতে প্রায়শই দেখা যায় শিল্পীদের। তেমনই এদিন কনসার্ট চলাকালীন ভক্তদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন অরিজিৎ সিংও। এমন সময়ে ঘটল বিপদ। এক ভক্ত এমন ভাবে গায়কের হাত ধরে হ্যাঁচকা টান মারেন যে ডান হাতে চোট পান তিনি। সোশ্যাল মিডিয়া থেকেই মিলেছে সেই খবর।
কনসার্টের মাঝে বিপত্তি...
গান থামিয়ে মঞ্চের মধ্যেই চিকিৎসা চলে গায়কের। অরিজিতের হাতে জোরানো হয়েছে ক্রেপ ব্যান্ডেজ।