Raj Kundra: ফের ফাঁপরে রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে মামলা মালভানি পুলিশের

রাজ কুন্দ্রার সঙ্গে পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেট্টির কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত কিছু

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৯ জুলাই: ফের ফাঁপরে শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা। মহারাষ্ট্রের মালভানি পুলিশের তরফে ফের রাজ কুন্দ্রার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজ কুন্দ্রার (Raj Kundra) পাশাপাশি তাঁর কোম্পানির ৩ প্রয়োজকের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ। সেই সঙ্গে অভিনেত্রী গেহানা বশিষ্টের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে ওই খবর।

এদিকে রাজ কুন্দ্রাকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে মুম্বইয়ের আদালতের তরফে। রাজ কুন্দ্রার সঙ্গে পর্নোগ্রাফি (Pornography) মামলায় শিল্পা শেট্টির কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত কিছু। সেই কারণে এখনও পর্যন্ত শিল্পা শেট্টিকে ক্লিনচিট দেওয়া হয়নি বলে জানিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

আরও পড়ুন: Raj Kundra: জোর করে চুম্বন, রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শার্লিনের

এদিকে রাজ কুন্দ্রাকে সামনে বসিয়ে যখন শিল্পা শেট্টিকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় ভেঙে পড়েন অভিনেত্রী। এসবের কী দরকার ছিল বলে রাজের উপর চিৎকার করে ওঠেন শিল্পা। প্রকাশ্যেই কেঁদে ফেলেন তিনি। এরপর সেখানে হাজির পুলিশ কর্মীরাই শান্ত করেন শিল্পাকে।