Ankita Lokhande: অঙ্কিতা 'পুরো মত্ত', বিয়ের পর প্রকাশ্যে আসতেই সমালোচিত অভিনেত্রী

পাপারাৎজির সামনে পোজ দিয়ে ভিকির হাত ধরে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। অঙ্কিতার ওই ভিডিয়ো দেখে অনেকে আশঙ্কা প্রকাশ করেন। এমনকী, অঙ্কিতা কি 'মদ্যপ' অবস্থায় রয়েছেন বলেও প্রশ্ন তোলেন অনেকে।

Ankita Lokhande, Vicky Jain (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ ডিসেম্বর: সবে সবে বিয়ে সেরেছেন অঙ্কিতা লোখন্ডে। মধ্যপ্রদেশের ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে রাজকীয়ভাবে বিয়ে সেরে এবার নতুন ঘরে গৃহপ্রবেশও সেরে ফেলেছেন অঙ্কিতা। বিয়ের পর বৃহস্পতিবার ভিকির সঙ্গে প্রথম প্রকাশ্যে আসেন অঙ্কিতা লোখন্ডে। যেখানে তাঁকে নীল রঙের শাড়ি পরে পাপারাৎজির সামনে হাজির হতে দেখা যায়। পাপারাৎজির সামনে পোজ দিয়ে ভিকির হাত ধরে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। অঙ্কিতার ওই ভিডিয়ো দেখে অনেকে আশঙ্কা প্রকাশ করেন। এমনকী, অঙ্কিতা কি 'মদ্যপ' অবস্থায় রয়েছেন বলেও প্রশ্ন তোলেন অনেকে। বিয়ের পরপরই 'মত্ত' অবস্থায় অঙ্কিতা কেন প্রকাশ্যে এলেন, তা নিয়ে নেটিজেনদের একাংশের জোরদার সমালোচনার মুখে পড়েন অঙ্কিতা লোখন্ডে।

দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

বিয়ের পর ভিকি জৈন নাকি অঙ্কিতাকে ৫০ কোটির ভিলা উপহার দিয়েছেন। মালদ্বীপে ভিকি ওই ভিলা কেনেন অঙ্কিতার নাম করেই। যে খবর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন:  Katrina Kaif: বিয়ের পর বাড়িতে ফিরেই পাঞ্জাবি বউ ক্যাটরিনা রান্নাবান্না শুরু করে দিলেন, দেখুন

এদিকে জাঁকজমকভাবে বিয়ের পর ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডের রিসেপশন বসে সেই রাতেই। এরপর ওই জুটি ফের রিসেপশনের আয়োজন করবেন কি না, সে বিষয়ে জানা যায়নি কিছু।