IPL Auction 2025 Live

Amitabh Bachchan: করোনা যুদ্ধে সাহায্যের হাত, পোল্যান্ড থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনছেন অমিতাভ

অমিতাভ বচ্চন

মুম্বই, ১৪ মে:  পোল্যান্ড (Poland) থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen concentrators) আনছেন অমিতাভ বচ্চন। করোনার সঙ্গে লড়াই করতে গোটা দেশের মানুষের পাশে দাঁড়াতেই ওই সিদ্ধান্ত নেন বিগ বি। নিজের ব্যক্তিগত ব্লগের মাধ্যমে অক্সিজেন কনসেনট্রেটর আনার খবর প্রকাশ করেন অমিতাভ।

বিগ বি (Amitabh Bachchan) জানান, পোল্যান্ডের তরফে তাঁকে অক্সিজেন কনসেনট্রেটর ব্যক্তিগত স্তরে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যা শুনে রাজি হননি তিনি। ওই সময় পোল্যান্ডের একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনানোর ব্যবস্থা করেন তিনি। করোনার থাবা থেকে মানুষের প্রাণ বাঁচাতেই ওই পদক্ষেপ করেন বলে জানান বিগ বি। আর কয়েকদিনের মধ্যেই ওই অক্সিজেন কনসেনট্রেটরগুলি ভারতে এসে পৌঁছবে বলে খবর।

আরও পড়ুন: Sonu Sood: পৌঁছে দিলেন রেমডিসিভির, 'বিপদে' হরভজন সিংকে সাহায্য সোনু সুদের

পাশাপাশি বিএমসিকে (BMC) বেশ কয়েকটি ভেন্টিলেটরও দিয়েছেন। ব্যক্তিগত উদ্যোগ ওই ভেন্টিলেটরগুলি আনিয়ে তা বিএমসি কর্তৃপক্ষের হাতে তুলে দেন বলে জানান অমিতাভ। সবকিছু মিলিয়ে, করোনা যুদ্ধে সোনু সুদের (Sonu Sood) পাশাপাশি অমিতাভ বচ্চনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।