Urvashi Rautela: ঊর্বশীকে হেনস্থা করেছেন অভিনেতা অখিল আক্কিনেনি? কী বললেন অভিনেত্রী

উমের সান্ধু যে দাবি করেছেন, তার বিরুদ্ধে ঊর্বশীর টিম তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানান অভিনেত্রী। এমনকী উমের সান্ধু তাঁর মুখপাত্র নন যে তাঁকে নিয়ে যা ইচ্ছে তাই মন্তব্য করবেন বলেও কটাক্ষ করেন অভিনেত্রী।

Urvashi Rautela (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ এপ্রিল: ঊর্বশী রাউতেলাকে (Urvashi Rautela) হেনস্থা করেছেন অভিনেতা অকিল আক্কিনেনি ( Akhil Akkineni)? ইউরোপে 'এজেন্ট' ছবির শ্যুটের সময় ঊর্বশীকে অখিল আক্কিনেনি হেনস্থা করেছেন বলে দাবি করেন ফিল্ম ক্রিটিক উমের সান্ধু। ফিল্ম  ক্রিটিক বলে পরিচিত উমের সান্ধুর ওই ট্যুইট দেখে ক্ষেপে যান ঊর্বশী রাউতেলা। বিষয়টি নিয়ে তিনি পালটা ট্যুইট করেন। উমের সান্ধু যে দাবি করেছেন, তার বিরুদ্ধে ঊর্বশীর টিম তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানান অভিনেত্রী। এমনকী উমের সান্ধু তাঁর মুখপাত্র নন যে তাঁকে নিয়ে যা ইচ্ছে তাই মন্তব্য করবেন বলেও কটাক্ষ করেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি সেলিনা জেটলিকে নিয়েও একাধিক ট্য়ুইট করেন উমের সান্ধু। সেলিনা জেটলি বলিউডে ফিরোজ খান এবং ছেলে ফারদিন খানের 'শয্যা সঙ্গিনী' হয়েছেন বলে দাবি করেন উমের সান্ধু। যা দেখে ক্ষেপে যান সেলিনা জেটলি (Celina Jaitly)।

আরও পড়ুন:  Celina Jaitly: পিতা-পুত্রের সঙ্গে 'শয্যা ভাগ', নোংরা আক্রমণের পর ট্রোলারকে কড়া জবাব সেলিনা জেটলির

উমের সান্ধুর ট্যুইটের পরিবর্তে পালটা ট্যুইট করে তাঁকে থামিয়ে দেন সেলিনা জেটলি। যা নিয়ে কার্যত তোলপাড় হয়ে যায়।