Ameesha Patel Cheque Bounce Case: চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ, শর্তসাপেক্ষ জামিন আমিশা প্যাটেলের

আড়াই কোটি টাকার চেক বাউন্স মামলায় অভিযুক্ত নায়িকা শনিবার রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেছেন। আর তার পরেই কোর্ট 'গদর' অভিনেত্রীর জামিনের আর্জি মঞ্জুর করেছে।

Ameesha Patel (Photo Credits: Facebook)

মুম্বই, ১৭ জুনঃ জালিয়াতির অভিযোগ উঠেছিল বলি অভিনেত্রী আমিশা প্যাটেলের (Ameesha Patel Cheque Bounce Case) বিরুদ্ধে। আড়াই কোটি টাকার চেক বাউন্স মামলায় অভিযুক্ত নায়িকা শনিবার রাঁচি সিভিল কোর্টে আত্মসমর্পণ করেছেন। আর তার পরেই কোর্ট 'গদর' অভিনেত্রীর জামিনের আর্জি মঞ্জুর করেছে। আদালত অভিনেত্রী আমিশা প্যাটেলকে (Ameesha Patel) শর্তসাপেক্ষ জামিন দিয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বের ধনী অভিনেতার তালিকায় সেরা পাঁচে কিং খান, রইল সম্পূর্ণ তালিকা

নায়িকার (Ameesha Patel) বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেছিলেন রাঁচির বাসিন্দা অজয় কুমার সিং। যিনি পেশায় একজন প্রযোজক। তাঁর অভিযোগ, নায়িকা ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবিতে প্রযোজককে অর্থ বিনিয়োগ করার জন্যে প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে প্রযোজক আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা পাঠিয়েছিলেন। কিন্তু ২০১৮ সালে সেই ছবির শুটিং শুরু হলেও এখনও তা শেষ হয়নি। ফলে নিজের বিনিয়োগ করা অর্থ এখনও ফেরন পাননি ওই প্রযোজক।

ছবিতে বিনিয়োগ করা অর্থ অজয় কুমার ফেরত চাইলে নায়িকা তাঁকে আড়াই কোটি টাকার একটি চেক দেন। কিন্তু সেই চেক ব্যাঙ্কে বাউন্স হয়ে যায়। আর তার পরেই নায়িকার বিরুদ্ধে রাঁচি আদালতে চেক বাউন্স মামলা দায়ের করেন রাঁচির প্রযোজক অজয় কুমার সিং