Alka Yagnik: সুরের জাদুতে বাজিমাত, BTS-কে টপকে বিশ্বরেকর্ড অলকা ইয়াগনিকের 

গিনেজ ওয়ার্ড রেকর্ড এর তরফে অলকা ইয়াগনিককে বলিউডের সব থেকে আইকনিক কণ্ঠের তকমা দেওয়া হয়েছে। তিন দশক ধরে ভারতীয় সঙ্গীত জগতের সঙ্গে জুড়ে রয়েছেন অলকা ইয়াগনিক। যার মিষ্টি সুরে বাজিমাত সকল শ্রোতা।

Alka Yagnik, BTS (Photo Credits: Facebook, Instagram)

মুম্বই, ৩০ জানুয়ারিঃ তাঁর সুরের জাদুতে মোহিত আট থেকে আশি সকলেই। প্রবীণ সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিকের (Alka Yagnik) মুকুটে নয়া পালক জুড়ল। বিশ্বরেকর্ড জয় করলেন ভারতীয় সঙ্গীত শিল্পী। ২০২২ সালে ইউটিউবে সব থেকে বেশি বার বেজেছে অকলার গান। যার জেরেই তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর ইউটিউবে (YouTube) ভারতীয় সঙ্গীত শিল্পী অলকা ইয়গানিকর গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার। দিনের হিসাবে গড় করলে প্রতিদিন ৪২ মিলিয়ন বার বেজেছে তাঁর গান। যা ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ (Most Streamed Artist On YouTube 2022 ) এর খেতাব দিয়েছে অলকা ইয়াগনিককে (Alka Yagnik)।

আরও পড়ুনঃ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাঠান ঝড়, কাঁপছে যুক্তরাষ্ট্রের বক্স অফিস

ভারতীয় প্রবীণ সঙ্গীত শিল্পী টপকে গিয়েছেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS) কেও। বিটিএস কে পিছনে ফেলে ২০২২ সালে ইউটিউবে সবথেকে বেশি বার বাজা গানের খেতার অর্জন করেছেন অলকা। গত বছর ইউটিউবে কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর গান বেজেছে ৭.৯৫ বিলিয়ন বার। মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব ২০২২ এর (Most Streamed Artist On YouTube 2022) সেরা পাঁচের তালিকা প্রকাশ করা হয়েছিল। যেখানে প্রথম স্থান অলকা ইয়াগনির। দ্বিতীয়তে রয়েছে বিটিএস (BTS)। বাকি তিন স্থান দখল করেছেন ভারতীয় শিল্পীরাই। তাঁরা হলেন উদিত নারায়ণ, যার গান বেজেছে ১০.৮ বিলিয়ন বার। এরপরেই অরিজিৎ সিং। সামান্য মাত্রায় পিছিয়ে, গান বেজেছে ১০.৭ বিলিয়ন বার। এবং পঞ্চম স্থানে কুমার শানু, ৯.০৯ বিলিয়ন বার বেজেছে তাঁর গান।

BTS-কে টপকে বিশ্বরেকর্ড অলকা ইয়াগনিকের 

 

তবে অলকা ইয়াগনিকের (Alka Yagnik) এই খেতাব কেবল ২০২২ এর নয়। বিগত ৩ বছর ধরে ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ এ (Most Streamed Artist On YouTube 2022) নিজের প্রথম স্থান ধরে রেখেছেন তিনি। ২০২০ সালে তাঁর গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার। ২০২১ সালে তাঁর গান বেজেছিল ১৭ বিলিয়ন বার। তাই গিনেজ ওয়ার্ড রেকর্ড এর তরফে অলকা ইয়াগনিককে বলিউডের সব থেকে আইকনিক কণ্ঠের তকমা দেওয়া হয়েছে। তিন দশক ধরে ভারতীয় সঙ্গীত জগতের সঙ্গে জুড়ে রয়েছেন অলকা ইয়াগনিক। যার মিষ্টি সুরে বাজিমাত সকল শ্রোতা।