Jigar: আবার আলিয়ার হাত ধরলেন করণ, নায়িকার আসন্ন ছবির 'জিগার'-এর ঘোষণা প্রযোজকের
নায়িকার আসন্ন ছবি 'জিগার'। সে ছবির সহ প্রযোজনার দায়িত্বে রয়েছে করণের ধর্ম প্রোডাকশনস। এছাড়াও আলিয়া ভাটের নিজস্ব প্রযোজনা সংস্থা ইটারনাল সানসাইনও রয়েছে 'জিগার' প্রযোজনার দায়িত্বে।
মুম্বই, ২৬ সেপ্টেম্বরঃ সাত বছর পর রকি অউর রানি কি প্রেম কাহানী (Rocky Aur Rani Kii Prem Kahaani) দিয়ে পরিচালনায় ফিরেছেন করণ জোহার (Karan Johar)। আলিয়া ভাট (Alia Bhatt), রণবীর সিং (Ranveer Singh), জয়া বচ্চন (Jaya Bachchan), বাঙালি তারকা টোটা রায় চৌধুরী (Tota Roy Choudhury), চুর্ণী গাঙ্গুলিদের দমদার অভিনয়, ছবির চিত্রনাট্য আর সেই সঙ্গে করণের জাদু মিলে মিশে একাকার হয়ে বিশ্বজুড়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। রকি অউর রানি কি প্রেম কাহানীর পর আরও একবার আলিয়ার সঙ্গে কাজ করতে চলেছেন করণ। তবে এবার পরিচালক হিসাবে নয় বরং প্রযোজক হয়ে।
আরও পড়ুনঃ মণ্ডপ থেকে মাল্যদান, রাঘব-পরিণীতির রাজকীয় বিয়ের নানা মুহূর্ত, ঝলক দেখুন
নায়িকার আসন্ন ছবি 'জিগার' (Jigar)। সে ছবির সহ প্রযোজনার দায়িত্বে রয়েছে করণের ধর্ম প্রোডাকশনস। এছাড়াও আলিয়া ভাটের নিজস্ব প্রযোজনা সংস্থা ইটারনাল সানসাইনও রয়েছে 'জিগার' (Jigar) প্রযোজনার দায়িত্বে। ছবির পরিচালক ভাসান বালা। আজ মঙ্গলবার আলিয়ার আগামী ছবির ঘোষণা করলেন করণ জোহার। লিখলেন, 'আলিয়ার সঙ্গে আবারও কাজ। ভাসানের পরিচালনায় অটুট ভালবাসা এবং অদম্য সাহসের গল্প নিয়ে আসছি'। আগামী বছর ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জিগার।
দেখুন...
করণের (Karan Johar) হাত ধরেই বড় পর্দায় অভিষেক হয়েছিল আলিয়ার (Alia Bhatt)। সেই থেকেই করণকে ঘিরে তৈরি হয়েছে নেপোটিজম বিতর্ক। তবে বহুবার বহু সাক্ষাৎকারে পরিচালক তথা প্রযোজক স্পষ্ট করে দিয়েছেন, আলিয়াকে নিয়ে যতই নেপোটিজিমের বিতর্ক ছড়ানো হোক তিনি আলিয়ার হাত কখনও ছাড়বেন না। কারণ আলিয়াকে তিনি সন্তানের মত ভালোবাসেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)