Alia Bhatt: 'ম্যাডাম মাস্ক কোথায় আপনার?' রণবীরের সঙ্গে বেরিয়ে কড়া সমালোচনার মুখে আলিয়া

রণবীর কাপুরের সঙ্গে ডিনারে বের হন আলিয়া ভাট। হলুদ রঙের ওয়ান পিসে সেজে রণবীরের হাত ধরে মুম্বইয়ের রাস্তায় দেখা যায় তাঁকে। যেখানে রণবীরের মুখে মাস্ক থাকলেও, আলিয়ার মুখে দেখা যায়নি কিছু। আর তা নিয়েই জোর সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ ডিসেম্বর: রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে ডিনারে বেরিয়ে কড়া সমালোচনার মুখে পড়লেন আলিয়া ভাট। রণবীরের সঙ্গে ডিনারে বেরিয়েছেন ভাল কথা কিন্তু কেন তিনি মাস্ক পরেননি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।  এমনকী, তারকারা কেন মাস্ক পরেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে ডিনারে বের হন আলিয়া ভাট (Alia Bhatt)।  হলুদ রঙের ওয়ান পিসে সেজে রণবীরের হাত ধরে মুম্বইয়ের রাস্তায় দেখা যায় তাঁকে।  যেখানে রণবীরের মুখে মাস্ক থাকলেও, আলিয়ার মুখে দেখা যায়নি কিছু।  আর তা নিয়েই জোর সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

আরও পড়ুন:  Sushmita Sen: রোহমানের সঙ্গে বিচ্ছেদের পর 'শান্তিতে' সুস্মিতা, দেখুন কী লিখলেন বঙ্গ তনয়া

দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশন উপলক্ষ্য়ে সম্প্রতি রণবীরের সঙ্গে দিল্লিতে যান আলিয়া।  দিল্লি (Delhi) থেকে মুম্বইতে ফেরার পর তাঁকে নিভৃতবাসে থাকার নির্দেশ দেয় বিএমসি।  কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করেই দিল্লি থেকে বেরিয়ে মুম্বইতে (Mumbai)কাজ শুরু করেন অভিনেত্রী।  এরপরই আলিয়ার বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানায় বৃহন্মুম্বই পুরসভা।  সাধারণ মানুষ বা তারকা, প্রত্যেকের জন্য একই রকমের নিয়ম বলে জানানো হয় বিএমসির (BMC) তরফে।