Akshay Kumar: 'তারকাদের মধ্যে ভালবাসা নেই', মায়ের মৃত্যুর ২ দিন পর লন্ডনে যাওয়ায় কটাক্ষের মুখে অক্ষয়

মায়ের অসুস্থতার খবর মেয়ে সোমবার রাতে লন্ডন থেকে ফেরেন আক্কি। মঙ্গলবার সকালে মৃত্যু হয় অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়ার। মায়ের মৃত্যুর পর সেই খবর অনুরাগীদের জানান আক্কি। মায়ের মৃত্যুর পর কার্যত ভেঙে পড়তে দেখা যায় অক্ষয় কুমারকে।

Akshay Kumar (Photo Credit: Akshay Kumar Fan Page/Instagram)

মুম্বই, ১০ সেপ্টেম্বর: মায়ের মৃত্যুর ২ দিনের মধ্যে লন্ডনে পাড়ি দেওয়ায় এবার কটাক্ষের মুখে পড়লেন অক্ষয় কুমার (Akshay Kumar)। মা অরুণা ভাটিয়ার মৃত্যুর ২ দিনের মধ্যে অক্ষয় কীভাবে লন্ডনে উড়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, এইসব তারকাদের মধ্যে ভালবাসা থাকে না বলেও কটাক্ষ করেন অনেকে।

মায়ের অসুস্থতার খবর মেয়ে সোমবার রাতে লন্ডন থেকে ফেরেন আক্কি। মঙ্গলবার সকালে মৃত্যু হয় অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়ার। মায়ের মৃত্যুর পর সেই খবর অনুরাগীদের জানান আক্কি। মায়ের মৃত্যুর পর শুক্রবার কালিনা বিমানবন্দরে স্ত্রী ট্যুইঙ্কেল (Twinkle Khanna) এবং মেয়ে নিতারার সঙ্গে দেখা যায় অক্ষয়কে।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: করিনার গণেশ পুজো, ছোট্ট গণপতি বানিয়ে সইফের সঙ্গে প্রণাম তৈমুরের

জানা যায়, ব্যাস্ত শিডিউল থেকে সময় বের করে মুম্বইতে (Mumbai) ফিরেছিলেন অক্ষয় কুমার। মায়ের শেষকৃত্য সেরে এবার ফের তিনি কাজে ফিরছেন। বিমানবন্দরে অক্ষয় কুমারকে চোখে পড়তেই তা নিয়ে জোর সমালোচনা শুরু করে দেন নেটিজেনদের একাংশ। এইসব তারকাদের মন মানসিকতা কিছু থাকে না বলে কটাক্ষ করেন অনেকে।