Akshay Kumar- Raveena Tandon Video: প্রাক্তন যখন সামনে, অক্ষয়-রবিনার ভিডিয়ো দেখে ঝড় উঠল অন্তর্জালে

একটি অনুষ্ঠানে সম্প্রতি একসঙ্গে হাজির হন অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। মঞ্চে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে যেমন তাঁদের সৌজন্য বিনিময় করতে দেখা যায়, তেমনি মঞ্চের বাইরে দুজনকে গল্প করতে দেখা যায়।

Akshay Kumar, Raveena Tandon (Photo Credit: Instagram)

মুম্বই, ৮  মে: তাঁদের সম্পর্ক এবং বিচ্ছেদ বলিউডে বহু চর্চিত। একে অপরের সঙ্গে গাঁঢ় সম্পর্কে জড়িয়েও, শেষ পর্যন্ত তাঁদের প্রেম পরিণতি পায়নি। ফলে অক্ষয় কুমার (Akshay Kumar) এবং রবিনা ট্যান্ডনের (Raveena Tandon)সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয় এক সময়। যা এখনও অব্যাহত। সম্পর্কে ভাঙার পর এবার বহু বছর পর ফের একসঙ্গে মঞ্চে গেল প্রাক্তন জুটিকে। একটি অনুষ্ঠানে সম্প্রতি একসঙ্গে হাজির হন অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। মঞ্চে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে যেমন তাঁদের সৌজন্য বিনিময় করতে দেখা যায়, তেমনি মঞ্চের বাইরে দুজনকে গল্প করতে দেখা যায়। অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডনকে এত বছর পর প্রকাশ্যে কথা বলতে দেখে কার্যত অবাক হয়ে যান অনেকে।

 

 

View this post on Instagram

 

ফলে অক্ষয়, রবিনাকে একসঙ্গে দেখে 'ইয়ে কাব হুয়া' বলে কেউ প্রশ্ন করেন। কেউ আবার বলতে শুরু করেন, 'ক্যা দেখ লিয়া, অসম্ভব'। কেউ আবার দুজনকেই ভালবাসা জানান। অনেকে আবার অক্ষয়, রবিনাকে একসঙ্গে দেখে পুরনো দিনের কথা মনে করেন। সবকিছু মিলিয়ে  বলিউডের খিলাড়ি কুমার প্রাক্তন প্রেমিকা রবিনা ট্যান্ডনের সঙ্গে দেখে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।

 

 

View this post on Instagram