Akshay Kumar in Hera Pheri 3: রাজু হয়ে অক্ষয় ফিরছেন ‘হেরা ফেরি ৩’তে! প্রকাশ্যে রিপোর্ট  

Akshay Kumar in Hera Pheri 3 (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ ডিসেম্বরঃ চলতি বছর বলিউড ‘খিলাড়ী’ অক্ষিয় কুমারের (Akshay Kumar) জন্যে লাভজনক ছিল না মোটেই। তাঁর কোন সিনেমাই বক্স অফিস থেকে দর্শকের মন কোথাওই জায়গা করে নিতে পারেনি। তাই হয়তো ‘হেরা ফেরি ৩’এ (Hera Pheri 3) যোগ দিয়ে নিজের ডুবন্ত তরী তুলে ধরতে চাইছেন অভিনেতা।

বলি পাড়ায় জোড় গুঞ্জন ‘হেরা ফেরি’ (Hera Pheri) ফ্রাঞ্চাইজিতে ফিরতে চলেছেন ‘আক্কি’। তবে দিন কয়েক আগেই জানা গিয়েছিল ‘হেরা ফেরি’র ফ্রাঞ্চাইজি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভাল নয় অভিনেতার। আর সেই কারনেই ফ্রাঞ্চাইজিতে কাজ করতে চান না তিনি। অক্ষয় নিজের নাম সরিয়ে নিতেই ফ্রাঞ্চাইজিতে এন্ট্রি নিয়েছিল কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। অক্ষয়ের বদলে নাকি কার্তিককে দেখা যাবে ‘হেরা ফেরি ৩’ তে। ফ্রাঞ্চাইজিতে কার্তিক যোগ দিচ্ছে সে কথা নিশ্চিত করেছেন স্বয়ং বাবু ভাইয়া ওরফে পরেশ রাওয়াল (Paresh Rawal)। তবে কার্তিকের আগমন অক্ষয়ের পরিবর্তে কিনা সে কথা জানাননি বর্ষীয়ান অভিনেতা। লেডি গাগার পোষ্যকে গুলি, ২১ বছরের কারাদণ্ড অভিযুক্তর

‘হেরা ফেরি’ (Hera Pheri) ফ্রাঞ্চাইজি আসবে কিন্তু রাজুর চরিত্রে অক্ষয় কুমার থাকবে না, সে কথা কিছুতেই মেনে নিতে পারছিলেন না দর্শকমহল। তাই জানা যাচ্ছে, অভিনেতার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন প্রযোজক ফিরোজ। ‘হেরা ফেরি ৩’ এর স্ক্রিপ্ট পছন্দ হয়নি আক্কির, আর সেই কারণেই ছবি থেকে সরে দাঁড়ান তিনি। কিন্তু রাজু (Akshay Kumar) ছাড়া বাবুরাও (Paresh Rawal), ঘনশ্যাম (Suniel Shetty) অসম্পূর্ণ। তাই একাধিক মিডিয়া রিপোর্ট মারফত খবর, ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) তে যোগ দিতে চলেছেন অক্ষয় কুমার।