Akshay Kumar: তামাকের বিজ্ঞাপন করায় পদ্ম পুরস্কার কাড়ার দাবি, প্রকাশ্যে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার
গোয়া মেডিক্যাল সেলের আহ্বায়ক শেখর সালকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করে জানান, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করায় যেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ ও অক্ষয় কুমারের পদ্ম পুরস্কার কেড়ে নেওয়া হয়।
মুম্বই, ২১ এপ্রিল: ক্ষমা চাইলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সোশ্যাল হ্যান্ডেলে নিজের বিবৃতি প্রকাশ করে দেশবাসীর কাছে ক্ষমা চান বলিউডের খিলাড়ি কুমার। বলিউড অভিনেতা বলেন, গত কয়েকদিন ধরে যেভাবে সংশ্লিষ্ট একটি কোম্পানির বিজ্ঞাপন করায়, তাঁর ভক্ত, অনুরাগীরা ক্ষুন্ন হয়েছেন, তাতে তিনি দুঃখিত। ফলে সংশ্লিষ্ট কোম্পানির বিজ্ঞাপন থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানান অক্ষয়। শুধু তাই নয়, ওই বিজ্ঞাপনের জন্য তাঁর সঙ্গে যে অর্থের চুক্তি হয়েছিল, তা তিনি দান করবেন। তবে যতদিন না পর্যন্ত মেয়াদ শেষ হচ্ছে, ততদিন হয়ত সংশ্লিষ্ট সংস্থার তরফে তাঁর বিজ্ঞাপন সম্প্রচারিত করা হবে। তবে ভবিষ্যতে যে কোনও ধরনের কাজের ক্ষেত্রে তিনি খুটিয়ে সমস্ত কিছু পরীক্ষা করে তবেই কাজের সিদ্ধান্ত নেবেন বলে জানান অক্ষয়। শুধু তাই নয়, ভক্ত এবং অনুরাগীদের যেন সব সময় তাঁর পাশে থাকেন, তাঁকে ভালবাসেন, সেই আশাও প্রকাশ করেন আক্কি।
বলিউডের (Bollywood) মহাতারকারা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করায় তাঁদের বিরুদ্ধে সম্প্রতি সরব হন গোয়া বিজেপির (BJP) প্রভাবশালী নেতা শেখর সালকার। গোয়া মেডিক্যাল সেলের আহ্বায়ক শেখর সালকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে আবেদন করে জানান, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করায় যেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ ও অক্ষয় কুমারের পদ্ম পুরস্কার কেড়ে নেওয়া হয়।
আরও পড়ুন: তামাকের বিজ্ঞাপন করায় অমিতাভ-শাহরুখ, অক্ষয়দের পদ্ম পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি নেতার
যা নিয়ে গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। ওই ঘটনার পরই এবার বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার।