Singh Is Kinng: ভুল ভুলাইয়া থেকে বাদ পড়লেও 'সিং ইজ কিং'এ অক্ষয় বিনা গতি নেই, ছবির ৫০% শেয়ার খিলাড়ির কাছে
সিং ইজ কিং-এর ৫০ শতাংশ আইপি-র মালিক অক্ষয় কুমার। তাই তাঁকে ছাড়া কিংবা তাঁর অনুমতি ছাড়া ছবির সিকুয়েলে অন্য কাউকে মুখ্য চরিত্রে নেওয়া যাবে না।
মুম্বই, ১৫ নভেম্বরঃ সিকুয়ালের ট্রেন্ডে গা ভাসিয়ে এবার অক্ষয় কুমারের সিং ইজ কিং (Singh Is Kinng) ছবির নির্মাতারা তাঁদের ফ্যাঞ্চাইজির পরবর্তী সিজিন নিয়ে ভাবনা চিন্তা শুরু করছেন। 'হাউসফুল', 'ওয়েলকাম', 'হেরা ফেরি'-র মত ছবিগুলোর সিকুয়ালে খিলাড়িকে ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না। তবে ভুল ভুলাইয়া ছবির ফ্রাঞ্চাইজি থেকে বাদ পড়েছেন অক্ষয় (Akshay Kumar)। তাই 'সিং ইজ কিং'এর সিকুয়েল নিয়ে আলোচনা শুরু হতেই ছবির 'সিং' কে হবেন সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল অনীশ বাজমি পরিচালিত সিং ইজ কিং (Akshay Kumar)। নিখাদ কমেডি ঘরানার এই ছবি দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়িয়েছিল। হ্যাপি সিংয়ের চরিত্রে অক্ষয় কুমার দর্শকদের মধ্যে হাসির রোল তুলেছিল। শুধু তাই নয়, ছবিতে অক্ষয় এবং ক্যাটরিনার (Katrina Kaif) রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। প্রায় ১৬ বছর পর সিং ইজ কিংয়ের সিকুয়েল নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন নির্মাতারা। আর মুখ্য চরিত্রে রণবীর সিংকে (Ranveer Singh) ভাবা হচ্ছে। তবে এরই মাঝে জানা যাচ্ছে, অক্ষয় কুমার ছাড়া সিং ইজ কিং সিকুয়েল সম্ভব নয়। আক্ষি ছাড়া কিংবা তাঁর সম্মতি ছাড়া এই ছবির সিকুয়েলের নায়ক অন্য কেউ হতে পারবেন না।
এক প্রতিবেদনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সিং ইজ কিং-এর ৫০ শতাংশ আইপি-র মালিক অক্ষয় কুমার (Akshay Kumar)। তাই তাঁকে ছাড়া কিংবা তাঁর অনুমতি ছাড়া ছবির সিকুয়েলে অন্য কাউকে মুখ্য চরিত্রে নেওয়া যাবে না। তবে কেউ যদি কিং ইজ কিং-এর (Singh Is Kinng) পার্ট ২ বানাতে চায় তাহলে হয় অক্ষয় কুমারকেই মুখ্য চরিত্রে রাখতে হবে আর নয়তো তাঁর কাছ থেকে এনওসি (No Objection Certificate) নিতে হবে।
অক্ষয় কুমারের এক আইন বিশেষজ্ঞ এই বিষয়ে জানান, সিং ইজ কিং-এর ৫০ শতাংশ শেয়ার হোল্ডার অক্ষয়ের কাছে রয়েছে। তাই তাঁকে ছাড়া এই ছবির সিকুয়াল অসম্ভব। এদিকে অভিনেতাও জানিয়েছেন, সিকুয়ালের স্ক্রিপ্ট দুর্দান্ত না হলে তিনি অভিনয় করবেন না।