Rhea Chakraborty: সুশান্তের মৃত্যুর পর এই প্রথম বিদেশ যাত্রার অনুমতি পেলেন রিয়া

২০২০ সালের ১৪ জুন ব্যান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। সুশান্তের মৃত্যুর পর প্রয়াত অভিনেতার বাবা রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Rhea Chakraborty (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ ডিসেম্বর: বিদেশে যেতে পারবেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। এক সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন রিয়া। ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রিয়া বিদেশে থাকতে পারবেন নিজের কাজের জন্য। এমনই জানানো হয়েছে বম্বে হাইকোর্টের তরফে। একটি সংস্থার প্রধান মুখ হিসেবে স্বাক্ষর করেছেন রিয়া। সেই সংস্থার হয়ে তিনি এক সপ্তাহের জন্য বিদেশে থাকতে পারবেন বলে জানানো হয় বম্বে হাইকোর্টের তরফে। সেই সঙ্গে রিয়ার বিরুদ্ধে জারি করা লুকআউট সার্কুলারও সাময়িকভাবে প্রত্যাহর করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Durga Puja 2023: দশমীতে দিদার ১০০ বছরের পুরনো শাড়ি পরে হাজির রিয়া চক্রবর্তী, দেখুন

প্রসঙ্গত ২০২০ সালের ১৪ জুন ব্যান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দেহ। সুশান্তের মৃত্যুর পর প্রয়াত অভিনেতার বাবা রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সুশান্তের বাবার অভিযোগের প্রেক্ষিতে মাদক মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত। যা নিয়ে কম জল্পনা হয়নি।

সুশান্তের মৃত্যুর পর এই প্রথম রিয়া চক্রবর্তীকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয় আদালতের তরফে।