Pathaan Boycott in Uttar Pradesh: সনাতন সংস্কৃতির অপমান, যোগী রাজ্যে ‘পাঠান’ বয়কটের ডাক
মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশ। শাহরুখ-দীপিকা (Shah Rukh Khan-Deepika Padukone) অভিনীত আসন্ন ছবি ‘পাঠান’ (Pathaan) বয়কটের দাবি জানালো যোগী রাজ্যের বিজেপি সমর্থকরা। এই ছবি ভারতের সনাতন সংস্কৃতির অপমান করেছে, এমন অভিযোগ তুলেই উত্তর প্রদেশের বিজেপি সমর্থকরা ছবি বয়কটের ডাক দিল (Pathaan Boycott in Uttar Pradesh)। গানে দীপিকার 'গেরুয়া' পোশাক নিয়ে একের পর এক বিজেপি সমর্থকদের রোষানলে 'পাঠনা'। ‘কুরুচিকর’, দীপিকার ‘গেরুয়া’ পোশাকে আপত্তি বিজেপি মন্ত্রীর
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘পাঠান’ এর প্রথম গান ‘বেশরম রং’ (Pathaan Song Besharam Rang)। মুক্তির পর থেকেই গান ঘিরে বিতর্কের ঢেউ। গান মুক্তির পর থেকে একদিকে যেমন প্রশংসায় পঞ্চমুখ ভক্তকুল, তেমনই অন্যদিকে গানে দীপিকার ‘গেরুয়া’ পোশাক এবং গানের দৃশ্য নিয়ে সরব হয়েছেন বিজেপি সমর্থকরা। উত্তর প্রদেশের এক বিজেপি নেতা রাজেশ কেশারওয়ানি বলেন, “চলচ্চিত্রের একটি গানে গেরুয়া রং নিয়ে অশ্লীলতা করা হয়েছে। এটি হিন্দু সম্প্রদায় এবং সনাতন সংস্কৃতির অপমান”। এই অভিযোগ তুলেই সে রাজ্যে ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছে বিজেপি সমর্থকরা (Pathaan Boycott in Uttar Pradesh)।
রাজ্য সরকারকে অবিলম্বে ছবিটি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায় বিজেপি সমর্থকেরা। শুরু তাই নয়, ছবি নির্মাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে গেরুয়া শিবির সমর্থকরা।
গতকালই ‘পাঠান’এর গান ‘বেশরম রং’ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশ (Madhya Pradesh) স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Madhya Pradesh Home Minister Narottam Mishra)। ছবিটি আদেও মধ্যপ্রদেশে মুক্তির অনুমতি পাবে কিনা তা নিয়ে তিনি ভাবনাচিন্তা করবেন বলে জানান।