Ananya Panday - Aditya Roy Kapur: চুপিসাড়েই বিচ্ছেদ আদিত্য-অনন্যার? চড়ছে জল্পনার পারদ

বেশ কয়েক মাসের সম্পর্কের পর সম্প্রতি অনন্যা পান্ডে যখন ইনস্টায় একটি স্টেটাস শেয়ার করেন, সেই সময় বলিউডের এই জুটির বিচ্ছেদ নিয়ে জোর আলোচনা শুরু হয়। যা নিয়ে অবশ্য অনন্যা পান্ডে এবং আদিত্য রয় কাপুর কোনও মন্তব্য করেননি।

Aditya Roy Kapoor, Ananya Panday (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ এপ্রিল: আদিত্য রয় কাপুরের (Aditya Roy Kapoor) সঙ্গে কি অনন্যা পান্ডের সম্পর্কে কি ছেদ পড়ল? বি টাউনে এমন গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনন্যা পান্ডের (Ananya Panday) সঙ্গে আদিত্য রয় কাপুরের সম্পর্ক যখন টক অফ দ্য টাউন, সেই সময় এই জুটির বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। তবে বেশ কয়েক মাসের সম্পর্কের পর সম্প্রতি অনন্যা পান্ডে যখন ইনস্টায় একটি স্টেটাস শেয়ার করেন, সেই সময় বলিউডের এই জুটির বিচ্ছেদ নিয়ে জোর আলোচনা শুরু হয়। যা নিয়ে অবশ্য অনন্যা পান্ডে এবং আদিত্য রয় কাপুর কোনও মন্তব্য করেননি।

অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে মালদ্বীপে ছুটি কাটানো, বিভিন্ন সময় অনন্যা-আদিত্যকে একসঙ্গে দেখা যায়। এবার কি অনন্যা-আদিত্যর প্যারাডাইসে বিচ্ছেদের কালো ছায়া পড়ল, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।



@endif