Sushant Singh Rajput Case: মত্ত অবস্থায় আপত্তিজনক ভাবে রিয়া চক্রবর্তীকে জড়িয়ে ধরেছিলেন সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা, অভিযোগ অভিনেত্রীর
তদন্ত যত এগোচ্ছে, তত জটিল হচ্ছে সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুরহস্য। নিজের আইনজীবী সতীশ মানেশিন্ডে (Rhea's lawyer Satish Maneshinde) মারফত একটি বিবৃতি পেশ করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। রিয়ার দাবি, ২০১৯-র এপ্রিল থেকে ডেট শুরু করেন সুশান্ত-রিয়া। এরপরই সুশান্তের দিদি প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে অস্বাভাবিক আচরণ করছেন বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। এই ঘটনার জেরেই রিয়ার সঙ্গে সুশান্তের পরিবারের বিবাদ শুরু হয়।
তদন্ত যত এগোচ্ছে, তত জটিল হচ্ছে সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুরহস্য। নিজের আইনজীবী সতীশ মানেশিন্ডে (Rhea's lawyer Satish Maneshinde) মারফত একটি বিবৃতি পেশ করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। রিয়ার দাবি, ২০১৯-র এপ্রিল থেকে ডেট শুরু করেন সুশান্ত-রিয়া। এরপরই সুশান্তের দিদি প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে অস্বাভাবিক আচরণ করছেন বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। এই ঘটনার জেরেই রিয়ার সঙ্গে সুশান্তের পরিবারের বিবাদ শুরু হয়।
সিবিআই কিংবা ইডির তদন্তে আপত্তি নেই রিয়া চক্রবর্তীর। নিজেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে ইনস্টাগ্রামে খোলা চিঠি লিখেছিলেন রিয়া। সুপ্রি কোর্টেও এবিষয়ে আবেদন জানিয়েছেন তিনি। এদিন বিবৃতির মাধ্যমেও সেই কথাই জানিয়েছেন অভিনেত্রী। রিয়ার আইনজীবী বলেছেন, 'সুশান্ত মামলায় নিরপেক্ষ তদন্ত হোক। আসল সত্যিটা সামনে আসুক। আদালত যদি মামলার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। তাতেও কোনও সমস্যা নেই তাঁর।' পাশাপাশি বিহার পুলিশের এই মামলায় তদন্ত বেআইনি এবং এক্তিয়ার বহির্ভুত। এমনকী এই মামলার তদন্তকে চ্যালেঞ্জও করেছেন রিয়া। এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়তে পারে বলে দাবি রিয়ার।
সুশান্তের দিদির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কেও বিস্তারিত লেখা রয়েছে বিবৃতিতে। রিয়া দাবি করেছেন, 'সম্পর্কের শুরুর দিকে সুশান্তের বাড়িতে এসেছিলেন রিয়া। সেই সময় সুশান্তের বাড়িতে তাঁর দিদি প্রিয়াঙ্কা এবং তাঁর স্বামী সিদ্ধার্থ ছিলেন। রিয়া এবং প্রিয়াঙ্কা পার্টি করতে যান। সেখানে অতিরিক্ত মদ্যপান করার পর পার্টিতে উপস্থিত সমস্ত ছেলে এবং মেয়েদের সঙ্গেও অস্বাভাবিক আচরণ করছিলেন প্রিয়াঙ্কা। এরপর রিয়ার চাপেই সকলেই ফিরে আসেন সুশান্তের বাড়িতে। বাড়ি ফিরেও সুশান্ত এবং প্রিয়াঙ্কা মদ্যাপান করছিলেন। কিন্তু পরের দিন ভোরে শ্যুটিং থাকায় রিয়া সুশান্তের ঘরে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে আচমকাই ঘুম ভেঙে যায় রিয়ার এবং তিনি দেখেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে শুয়ে আছেন এবং মত্ত অবস্থাতে অস্বাভাবিকভাবে রিয়াকে ধরেছিলেন প্রিয়াঙ্কা। পরদিনই সুশান্তকে পুরো বিষয়টি জানান রিয়া এবং অভিনেতার বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তিনি।'
আদিত্য ঠাকরের সঙ্গেও রিয়ার সম্পর্ক নিয়ে যে চাপানোতর চলছিল। তাতেও জল ঢাললেন অভিনেত্রী নিজে। রিয়া বিবৃতিতে দাবি করেছেন, 'আদিত্য ঠাকরের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে কোনও চেনাপরিচিতি নেই। ফোন কিংবা অন্য কোনওভাবেই কোনওদিনই আদিত্য ঠাকরের সঙ্গে তিনি কোনও যোগাযোগ করেননি। শুধুমাত্র শিবসেনা দলের সঙ্গে যুক্ত রয়েছেন আদিত্য, এটুকুই আদিত্যর পরিচয় রিয়ার কাছে।'