Alia Bhatt Pregnant: ছেলের বিয়ের আড়াই মাসেই সুখবর, মুখ খুললেন রণবীরের মা নীতু, ভাইরাল ভিডিয়ো

'জুনিয়র কাপুর অন দ্য ওয়ে।' পাপারাৎজির মুখে এই কথা শুনে কার্যত হেসে ফেলেন নীতু কাপুর। শুধু তাই নয়, কাপুর পরিবারে নয়া সদস্য আসছে, এই কথা শুনে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেন রণবীর কাপুরের মা।

Ranbir Kapoor, Alia Bhatt, Neetu Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ জুন:  মা হচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের আড়াই মাসের মধ্যেই এবার খুশির খবর দিলেন আলিয়া-রণবীর (Ranbir Kapoor)। রণলিয়ার সুখবরে বলিউডের গুঞ্জনের অন্ত নেই। যদিও সেই সঙ্গে আলিয়া এবং রণবীরকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। হলিউড, বলিউড, সব জায়গা থেকেই ভেসে আসছে শুভেচ্ছা বার্তা। রণবীর বাবা হচ্ছেন, এমন খবর পেতেই নীতু কাপুরকে ঘিরে ধরে একের পর এক প্রশ্ন করেন পাপারাৎজি।

'জুনিয়র কাপুর অন দ্য ওয়ে।' পাপারাৎজির মুখে এই কথা শুনে কার্যত হেসে ফেলেন নীতু কাপুর (Neetu Kapoor)। শুধু তাই নয়,  কাপুর পরিবারে নয়া সদস্য আসছে, এই কথা শুনে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেন রণবীর কাপুরের মা।

 

 

View this post on Instagram

 

পাশাপাশি ছেলের পরবর্তী ছবি 'সমশেরার' প্রচারও কার্যত সেরে ফেলেন নীতু কাপুর। সমশেরার পাশপাশি নীতু যে 'ব্রক্ষ্মাস্ত্রের' জন্যও অধীরভাবে অপেক্ষা করছেন, তা স্পষ্ট করে দেন। নীতু কাপুরের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।