Aditi Rao Hydari - Siddharth: তেলাঙ্গানার মন্দিরে একেবারে গোপণে বিয়ে করলেন অদিতি রাও হায়দরি, সিদ্ধার্থ

তামিলনাড়ু থেকে পুরোহিত এনে দুই অভিনেতার বিয়ের ব্যবস্থা করা হয়। সিদ্ধার্থের জন্ম তামিলনাড়ুতে হওয়ায়, সেখানকার পুরোহিতই তাঁদের বিয়ে দেন বলে খবর।

Aditi Rao Hydari, Siddharth (Photo Credit: Instagram)

হায়দরাবাদ, ২৭ মার্চ:  বিয়ে করলেন অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) এবং অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে নতুন জীবন শুরু করেন 'পদ্মাবত' অভিনেত্রী। তেলাঙ্গানার শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে বুধবার সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ এবং অদিতি রাও হায়দরি। যদিও অদিতি রাও হায়দরি কিংবা সিদ্ধার্থের পরিবারের তরফে এখনও এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ফলে দুই অভিনেতার অনুরাগীদের খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তামিলনাড়ু থেকে পুরোহিত এনে দুই অভিনেতার বিয়ের ব্যবস্থা করা হয়। সিদ্ধার্থের জন্ম তামিলনাড়ুতে হওয়ায়, সেখানকার পুরোহিতই তাঁদের বিয়ে দেন বলে খবর।

অন্যদিকে অদিতির দাদু (মায়ের বাবা) ছিলেন তেলাঙ্গানার ওয়ানাপার্থি সংস্থানমের শেষ শাসক। ফলে ওই অঞ্চলেই শ্রী রঙ্গনায়কস্বামী মন্দির অবস্থিত হওয়ায়, সেখানেই দুই অভিনেতার বিয়ের ব্যবস্থা করা হয় বলে খবর।