Yami Gautam: গামোসা পরা নিয়ে অসমে বিতর্কে জড়ালেন ইয়ামি গৌতম

সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না ইয়ামি গৌতমকে। এবার তাঁকে নিয়ে উঠল ঝড়। অসমে গেছিলেন ইয়ামি। এয়ারপোর্টে তাঁকে গামোসা পরাতে যান এক ব্যক্তি। সেই ব্যক্তিকে আটকে গামোসা পরতে মানা করেন তিনি। 'গামোসা' অসমের একটি ঐতিহ্যবাহী পোশাক। অতিথি আপ্যায়নের জন্য এটি প্রায়শই ব্যবহার করে থাকেন অসমীয়ারা। এরফলে অসমীয়াদের ঐতিহ্যকে অগ্রাহ্য করেন ইয়ামি বলে অভিযোগ তোলেন নেটিজেনরা। বিষয়টিকে 'অসম্মান' বলেও আখ্যা দেন নেটিজেনরা। তবে ইয়ামি এর উত্তরে জানান, নিজের আত্মরক্ষার জন্যই ওই ব্যক্তিকে কাছে ঘেঁষতে দেননি তিনি।

ইয়ামি গৌতম (Photo Credit: Twitter)

সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না ইয়ামি গৌতমকে (Yami Gautam)। এবার তাঁকে নিয়ে উঠল ঝড়। অসমে (Assam) গেছিলেন ইয়ামি। এয়ারপোর্টে তাঁকে গামোসা পরাতে যান এক ব্যক্তি। সেই ব্যক্তিকে আটকে গামোসা পরতে মানা করেন তিনি। 'গামোসা' অসমের একটি ঐতিহ্যবাহী পোশাক। অতিথি আপ্যায়নের জন্য এটি প্রায়শই ব্যবহার করে থাকেন অসমীয়ারা। এরফলে অসমীয়াদের ঐতিহ্যকে অগ্রাহ্য করেন ইয়ামি বলে অভিযোগ তোলেন নেটিজেনরা। বিষয়টিকে 'অসম্মান' বলেও আখ্যা দেন নেটিজেনরা। তবে ইয়ামি এর উত্তরে জানান, নিজের আত্মরক্ষার জন্যই ওই ব্যক্তিকে কাছে ঘেঁষতে দেননি তিনি।

ইয়ামি টুইটে জানান,"কোনও মহিলা অস্বস্তি অনুভব করে তার নিজেকে রক্ষা করাটা প্রত্যেকের অধিকার।" গুয়াহাটি ম্যারাথনে অংশগ্রহণ করতে গেছিলেন তিনি। নিজের গুয়াহাটি ভ্রমণের কোথাও তিনি জানিয়েছেন। এই নিয়ে তিনি তৃতীয়বার অসম ভ্রমণে যান।

 

নিজের আত্মরক্ষার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।