Raveena Tandon Viral Video: মুম্বইয়ের রাস্তায় বেপরোয়া গতি, ৩ জনকে ধাক্কা, মদ্যপ অবস্থায় আহতদের গালিগালাজের অভিযোগ রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে

ঘটনার পর ৪ ঘণ্টা খর থানায় অপেক্ষা করেও অভিযোগ দায়ের করতে পারেননি আহতরা। থানার বাইরে সবটা মিটমাট করে নেওয়ার অনুরোধ জানায় পুলিশ, এমনটাই দাবী আহতদের পরিবারের। এই ঘটনায় এখনও অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মদ্যপ অবস্থায় আহতদের গালিগালাজের অভিযোগ রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে (ছবি:X)

মুম্বইঃ বলিউড অভিনেত্রী (Bollywood Actress) রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মুম্বইয়ের (Mumbai) বান্দ্রায় (Bandra) তিনজনকে গালিগালাজ ও অপমান করার অভিযোগ আনা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কার্টার রোডের রিজভি কলেজের কাছে। শনিবার সন্ধ্যায় রবিনার গাড়িচালক তিনজন পথচারীকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্থানীয়রা গাড়িচালকের উপর চড়াও হলে, গাড়ি থেকে নেমে আসেন রবিনা। আহতদের গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবী স্থানীয়দের। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো না করার অনুরোধ জানান অভিনেত্রী।

এই ঘটনার পর মহম্মদ নামে এক ব্যাক্তি একটি ভিডিয়োর মাধ্যমে গোটা ঘটনাটি বর্ণনা করেছেন। ওই ভিডিয়োতে তিনি জানান, শনিবার সন্ধ্যাবেলা তাঁর মা, বোন ও ভাইজি কার্টার রোডের রিজভি কলেজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে রবিনার গাড়ি ধাক্কা মারে তাঁর মাকে। তিনি রাস্তায় পড়ে যান। এখানেই শেষ নয়, ক্ষমা চাওয়া বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো দূর, উল্টে আহতদের আক্রমণ করতে শুরু করেন রবিনার গাড়িচালক। এরপর গাড়ি থেকে নেমে আসেন অভিনেত্রী। এবং তিনিও কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেন। ঘটনার পর ৪ ঘণ্টা খর থানায় অপেক্ষা করেও অভিযোগ দায়ের করতে পারেননি আহতরা। থানার বাইরে সবটা মিটমাট করে নেওয়ার অনুরোধ জানায় পুলিশ, এমনটাই দাবী আহতদের পরিবারের। এই ঘটনায় এখনও অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো



@endif