Zeeshan Siddique Has Received Threat Call: বাবা সিদ্দিকির হত্যার পর ছেলে জিশানকে হুমকি, সলমনের নাম নিয়েও 'থ্রেট কল'

বাবা সিদ্দিকির খুনের পর সলমন খানের নিরাপত্তা আরও আঁটসাট করা হয়। সলমন খানের নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য মুম্বই পুলিশের তরফে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় বলিউডের এই সুপারস্টারকে। তারপরও ভয় কাটছে না।

Zeeshan Siddique, Baba Siddiqui, Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ অক্টোবর: বাবা সিদ্দিকির (Baba Siddique) ছেলে জিশান সিদ্দিকিকে (Zeeshan Siddique) হুমকি দেওয়া হল। ফোন করে হুমকি দেওয়া হয় বিধায়ক জিশান সিদ্দিকিকে। যেখানে হুমকি দিয়ে জিশানের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে বলে খবর। জিশান সিদ্দিকির পাশাপাশি হুমকি ফোনে সলমন খানের (Salman Khan) নামও উল্লেখ করা হয়। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি নিজের অফিসের বাইরে মুম্বইতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় সলমন খান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে। সলমন খানের সঙ্গে সম্পর্কের জেরেই বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়েছে বলে দাবি করে লরেন্স বিষ্ণোই গ্যাং। এমনকী সলমন খানের সঙ্গে যোগসূত্র থাকলে, জিশান সিদ্দিকিকেও ফল ভুগতে হবে বলে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) দল থেকে দেওয়া হয় হুমকি।

আরও পড়ুন: Baba Siddiqui Murder Case: বাবা সিদ্দিকির খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩, অভিযুক্তের সংখ্যা বেড়ে হল ১৪

ফলে বাবা সিদ্দিকির খুনের পর সলমন খানের নিরাপত্তা আরও আঁটসাট করা হয়। সলমন খানের নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য মুম্বই পুলিশের তরফে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় বলিউডের এই সুপারস্টারকে। তারপরও ভয় কাটছে না।

সলমন খানের সঙ্গে যাঁদের যোগসূত্র রয়েছে, তাঁদের কাউকে ছাড়া হবে না বলে হুমকি দেওয়া হয় বিষ্ণোই গ্যাংয়ের তরফে। এবার ফের মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হুমকি দেওয়া হল ফোনে। তবে কে বা কারা হুমকি দিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।