Web Series Audition Video Scam: ওয়েব সিরিজের অডিশনের ভিডিয়ো পর্ন সাইটে আপলোড! ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের উঠতি মডেল-অভিনেত্রীর

ওয়েব সিরিজে অডিশনের ভিডিয়ো পর্ন সাইটে আপলোড করার অভিযোগে একটি প্রোডাকশন হাউসের চার জনের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের হল। অভিযোগটি দায়ের করেছেন মুম্বইয়ের কাছে বসবাসকারী ১৮ বছরের একজন উঠতি মডেল-অভিনেত্রী।

প্রতীকী ছবি

মুম্বই: ওয়েব সিরিজে অডিশনের ভিডিয়ো পর্ন সাইটে (porn site) আপলোড করার অভিযোগে একটি প্রোডাকশন হাউসের (production house) চার জনের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের হল। অভিযোগটি দায়ের করেছেন মুম্বইয়ের (Mumbai) কাছে বসবাসকারী ১৮ বছরের একজন উঠতি মডেল-অভিনেত্রী (aspiring model-actress)। এই বিষয়ে তিনি জানান, তাঁর এক বন্ধু জানায় যে একটি প্রোডাকশন হাউসের ওয়েব সিরিজের অডিশনের জন্য তোলা অন্তরঙ্গ শুটিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়ে গেছে পর্ন সাইটে। আরও পড়ুন: Parliament Security Breach Case: লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনকারী চার ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজত

মঙ্গলবার ওই যুবতী আরনাল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। তারপর মামলাটির (Web Series Audition Video Scam) তদন্ত ভার যায় মিরা-ভায়ান্দার ভাসাই-ভিরার পুলিশ কমিশনারেটের ক্রাইম ব্রাঞ্চের ইউনিট থ্রি (Crime Branch Unit 3 of Mira-Bhayander Vasai-Virar police commissionerate)-র কাছে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ভাসাই-ভিরার এলাকায় তাঁর পরিবারের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকেন। হিন্দি সিনেমা ও সিরিয়ালে অভিনয় করার জন্য বিভিন্ন প্রোডাকশন হাউসে ঘুরে বেড়ান ওই উঠতি অভিনেত্রী। কয়েক সপ্তাহে আগে একটি প্রোডাকশন হাউস থেকে তাঁর কাছে ফোন আসে। ওয়েব সিরিজের অডিশনের জন্য ভিরারে অবস্থিত আরনাল সমুদ্র সৈকতে আসতে বলা হয়। তিনি সেখানে আসার পর দেখতে পান প্রোডাকশান হাউসের তরফে একজন পরিচালক, একজন ক্যামেরম্যান, একজন অভিনেতা ও একজন মহিলা মেকআপ আর্টিস্ট রয়েছেন। এরপর ওই যুবতীকে একটি লজে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর অডিশনের জন্য একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিয়ো তুলে নেয়। মেয়েটিকে জানায় শুধুমাত্র অডিশনের জন্য ভিডিয়োটি তোলা হয়েছে অন্য কোথাও সেটিকে ব্যবহার করা হবে না। সেই সঙ্গে জানানো হয়ে অডিশনে নির্বাচিত হলে যুবতীটিকে ফোন করা হবে। আরও পড়ুন: Video- Singer Dies During Live Performance: অনুষ্ঠান করার সময় মঞ্চে পড়ে মৃত ব্রাজিলিয়ান গায়ক. মর্মান্তিক ভিডিয়ো

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now