Rishi Sunak: ধর্মের জাল এড়িয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ভারতীয় বংশোদ্ভুদ, যা অত্যন্ত গর্বের, বললেন অনুপম খের

অনুপম খের বলেন, ঋষি সুনক হিন্দু না মুসলিম মা খ্রিস্টান, সেই বিষয়টি একেবারেই গৌন। স্বাধীনতার ৭৫ বছরে একজন ভারতীয় বংশোদ্ভুদ যেভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন, তা অত্যন্ত গর্বের।

Rishi Sunak, Anupam Kher (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ অক্টোবর: ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন মঙ্গলবার। রাজা তৃতীয় চার্লসের হাত ধরে মঙ্গলবার সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রিক্বের দায়িত্ব গ্রহণ করেন। ঋষি সুনক (Rishi Sunak) ব্রিটেনের প্রধানমন্ত্রী হতেই, খুশির হওয়া ভারতে। একজন ভারতীয় বংশোদ্ভুদ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করায় দীপাবলিতে খুশির হাওয়া ভারত জুড়ে। সুনককে অভিনন্দন জানিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন বলিউড অভিনেতা অনুপম খের। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুপম খের ঋষি সুনকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। ঋষি সুনককে উদ্দেশ্য করে শক্তিশালী মন্তব্য উঠে আসে অনুপম খেরের (Anupam Kher) কলমে।

অনুপম খের বলেন, ঋষি সুনক হিন্দু না মুসলিম মা খ্রিস্টান, সেই বিষয়টি একেবারেই গৌন। স্বাধীনতার ৭৫ বছরে একজন ভারতীয় বংশোদ্ভুদ যেভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন, তা অত্যন্ত গর্বের। যে ব্রিটিশরা ২০০ সাল ধরে ভারতকে শোষণ করেছে, সেই ব্রিটেনে এবার প্রধানমন্ত্রীর পদে একজন ভারতীয় বংশোদ্ভুদ। যা অত্যন্ত গর্বের বলে মন্তব্য করেন অনুপম খের।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসতেই একের পর এক ট্যুইটে শোরগোল শুরু হয় সামাজিক মাধ্যমে। ঋষি সুনক হিন্দু বলে ভারতীয়রা গর্বিত বলে মন্তব্য করেন অনেকে। যে বিষয়ে এবার মুখ খোলেন অনুপম খের। ধর্মের বেড়াজাল পেরিয়ে ঋষি সুনক একজন ভারতীয় বংশোদ্ভুদ, এটাই গর্বের বিষয় বলে মন্তব্য করেন বলিউড অভিনেতা।