Anant Ambani-Radhika Merchant Pre Wedding: ছেলের বিয়েতে ডনের ভূমিকায় মুকেশ আম্বানি, দেখে কী করলেন স্ত্রী নীতা, ভিডিয়ো

ছেলে অন্তত আম্বানি-র বিয়েটা দুনিয়ার সবচেয়ে জমকালো পার্টিতে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। গুজরাটের জামনগরে আন্তর্জাতিক পপ তারকা রিহানা থেকে বলিউডের সবচেয়ে বড় তিন খান-শাহরুখ, সলমন, আমির-রা নেচেছেন অন্তত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের উতসবে।

Mukesh Ambani, Nita Ambani at Ram Temple (Photo Credits: ANI)

ছেলে অন্তত আম্বানি-র বিয়েটা দুনিয়ার সবচেয়ে জমকালো পার্টিতে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। গুজরাটের জামনগরে আন্তর্জাতিক পপ তারকা রিহানা থেকে বলিউডের সবচেয়ে বড় তিন খান-শাহরুখ, সলমন, আমির-রা নেচেছেন অন্তত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের উতসবে। সচিন তেন্ডুলকর থেকে এমএস ধোনি, রোহিত শর্মা-রাও হাজির গুজরাটের জামনগরে হওয়া জমকালো এই প্রাক বিয়ের অনুষ্ঠান। গোটা বলিউডের অভিনেতা থেকে গায়ক, শিল্পপতি থেকে সমাজের সব ক্ষেত্রের গুণিজন, কৃতি, সেলেবরা হাজির অন্তত আম্বানি-র প্রাক বিয়ের অনুষ্ঠানে।

রবিবার সন্ধ্যায় জামনগরে ছেলে অন্তত-র প্রাক বিয়ের অনুষ্ঠানে ডনের ভূমিকায় অভিনয় করতে দেখা গেল রিলায়ান্স ইন্ড্রাস্ট্রিজের সর্বময় কর্তা মুকেশ আম্বানি-কে। মুকেশের অভিনয় বড় পর্দায় দেখে হেসে লুটিয়ে পড়লেন সেলেব-রা। সেই ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে-ডনের সেই বিখ্যাত ডায়লগ--চোখে রঙীন চশমা পরে মুকেশ আম্বানি বলছেন, ডনকো পাকরনা মুশকিল হি নেহি..না মুমকিন হে...।

দেখুন ভিডিয়ো

কিন্তু স্ত্রী নীতা আম্বানি ঢুকতেই ডন ছেড়ে একেবারে কমন ম্যারেড ম্যানে ফিরলেন মুকেশ। ভিডিয়োর শেষে দেখানো হল, ঘরে আসল ডন স্ত্রী হন। নীতা আম্বানি শেষে চশমা পরে ডন হলেন।



@endif