Anant Ambani-Radhika Merchant Pre Wedding: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রথম প্রাকবিবাহ অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠান...
২০২৪ সালের মার্চ মাসে গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছিল শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। এই বিলাসবহুল অনুষ্ঠান হতে চলেছে ইতালি এবং ফ্রান্সের একটি ক্রুজে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলিউড তারকারা ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন। বর্তমানে সেই সম্পর্কিত ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি আমন্ত্রণপত্র, যাতে লেখা রয়েছে, "এই দিনগুলিতে বন্ধুরা একত্রিত হলে এই দিনগুলো সারাজীবনের জন্য হয়ে ওঠে রোমাঞ্চকর।" ২৯ মে, বুধবার, একটি ক্লাসিক ক্রুজ ড্রেস কোড সহ দুপুর ১২ টা থেকে বিকাল ৪টে পর্যন্ত হবে মধ্যাহ্নভোজ। সন্ধ্যা ০৬:৩০ মিনিট থেকে একটি স্টারি নাইট ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অতিথিদের। এই ইভেন্টে উপস্থিত থাকার জন্য পরতে হবে পশ্চিমা আনুষ্ঠানিক পোশাক।
৩০ মে, বৃহস্পতিবারের অনুষ্ঠানের থিম হল রোমান হলিডে। এই অনুষ্ঠান হবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিদের পরতে হবে চটকদার পোশাক৷ এরপর এদিন সন্ধ্যা ০৮:৩০ মিনিট থেকে মধ্যরাত্রি পর্যন্ত এবং রাত ১টায় শুরু হবে একটি টোগা পার্টি। ৩১ মে, শুক্রবার, সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলামেলা পোশাকে পার্টি হবে এবং বিকাল ০৫:৩০ মিনিট থেকে রাত ১২:৩০ মিনিট পর্যন্ত হবে লে মাস্কেরেড, যেখানে অতিথিদের পরতে হবে কালো পোশাক। ১ জুন, শনিবার, পোর্টোফিনোতে বিকাল ০৫ টা থেকে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত ইতালীয় গ্রীষ্মকালীন পোষাক কোড সহ একটি অন-ল্যান্ড ইভেন্ট রয়েছে৷