Amitabh Bachchan: জয়ার লম্বা চুলের প্রেমে পড়েছিলেন বিগ বি, তথ্য ফাঁস করলেন নিজেই
মুম্বই, ১৬ নভেম্বরঃ বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের (Jaya Bachchan) সুদীর্ঘ বিবাহিত সম্পর্ক আপ্লূত করে সকলকেই। তবে মেগাস্টার জয়া বচ্চনের (Jaya Bachchan) কী দেখে প্রেমে পড়েছিল জানেন? সম্প্রতি সেই তথ্যই ফাঁস করেছেন বিগ বি।
মেয়েদের লম্বা চুল ভীষণই পছন্দ করেন অমিতাভ জি। মেয়েরা চুল কেটে ছোট করে ফেলুক তা একেবারেই পছন্দ নয় তাঁর। তিনি মনে করেন মেয়েদের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে তাদের চুলেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিগ বি এমন কথাই বলেন। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী লিতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) চুল ছিল তার খুব পছন্দের। এদিন লতাজির চুলের প্রশংসা করে অমিতাভ বচ্চন বলেন, “আমি জানি না লতাজি নিজের চুলে কী লাগাতেন, যার জন্যে তাঁর চুল এত সুন্দর এবং লম্বা ছিল”। এদিন কথা প্রসঙ্গে তিনি এও বলেন, জয়ার লম্বা চুল দেখেই তাঁর প্রেমে পড়েছিলেন বলিউডের মেগাস্টার।
আরও পড়ুনঃ মুম্বই ছেড়ে অসমে পাড়ি দিলেন হৃত্বিক, শুরু ‘ফাইটার’এর শুটিং
প্রসঙ্গত, ১৯৭৩ সালে ৩ জুন সাতপাকে ঘুরে ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan। দীর্ঘ ৪৯ বছর ধরে একে অপরের সকল বিপদে পাশে থেকেছেন তাঁরা। অমিতাভ জয়ার প্রেম দেখে আজও অনুপ্রাণিত হয় ভক্তরা।