Shreya Ghoshal: আরজি করের নিষ্ঠুরতায় শিহরিত, কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল, কী লিখলেন?

নিজে একজন নারী হয়ে চিকিৎসক খুন এবং ধর্ষণের মত জঘন্য, ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতায় তাঁর আসন্ন কনসার্টটি পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন শ্রেয়া।

Shreya Ghoshal (Photo Credits: X)

মুম্বই, ৩১ অগাস্টঃ অরিজিৎ সিংয়ের পর আরজি করের (Arijit Singh) ঘটনা নিয়ে এবার সরব হলেন আরও এক সঙ্গীতশিল্পী, শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। কলকাতার বুকে নারী নিগ্রহের এমন ন্যক্কারজনক ঘটনার চরম নিন্দা করলেন গায়িকা। নিজে একজন নারী হয়ে চিকিৎসক খুন এবং ধর্ষণের মত জঘন্য, ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতায় তাঁর আসন্ন কনসার্টটি পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন শ্রেয়া।

আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্দোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্টের (Shreya Ghoshal Live) আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষ্যে অগ্রিম টিকিটও কেটে নিয়েছিলেন ভক্তরা। তবে পূর্বনির্ধারিত সেই কনসার্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন গায়িকা। আরজি করের ঘটনার প্রতিবাদ যে কর্মসূচি চলছে তাতে নিজের সমর্থন জানিয়ে এই পদক্ষেপ নিয়েছেন শিল্পী এবং তাঁর প্রচারক ইশক এফএম সংস্থা। শনিবার ৩১ অগাস্ট নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি বিবৃতি প্রকাশ করে কলকাতায় চিকিৎসক মৃত্যুর নৃশংস ঘটনার নিন্দায় সরব হন শ্রেয়া। জানান, সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া ভয়ঙ্কর এবং জঘন্য ঘটনার দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত। এমন নিষ্ঠুর নৃশংসতায় তাঁর গায়ে কাঁটা দিচ্ছে। এই অবস্থায় গানের কনসার্ট করার মত অবস্থায় তিনি নেই।

এমন পরিস্থিতিতে কলকাতায় কনসার্ট করে ভক্তদের আনন্দ দেওয়ার মত মানসিকতায় নেই তিনি। তাই অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে শিল্পী জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বরের তারিখটি পিছয়ে কনসার্টের জন্যে অক্টোবরে নতুন তারিখ বাছাই করা হবে। নতুন তারিখটি ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে। তিনি এও জানান, ১৪ সেপ্টেম্বরের জন্যে কাটা টিকিটই অক্টোবরের কনসার্টে ব্যবহার হবে।

এক্স হ্যান্ডেলে শ্রেয়া ঘোষালের পোস্ট... 

দেশজুড়ে নারীদের সঙ্গে হয়ে চলা একের পর নির্যাতনের ঘটনা নিজেও এদিন মুখ খোলেন শ্রেয়া। কেবল দেশ না, গোটা বিশ্বে নারী সম্মান এবং সুরক্ষা নিয়ে প্রার্থনা করেন তিনি। এই কঠিন সময়ে সকলকে একসঙ্গে জুড়ে থাকার অনুরোধ করেছেন শিল্পী। তাঁর কথায়, মানবজাতির রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।



@endif