Nimrat Kaur's Linkup Rumours With Abhishek Bachchan: অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে নিমরতের প্রশংসা? অমিতাভের সেই চিঠি ভাইরাল

অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কউরের সম্পর্ক রয়েছে। যার জেরে ঐশ্বর্যর () সঙ্গে অভিষেকের সম্পর্ক ভাঙনের মুখে। এমনই খবর ছড়িয়েছে পড়েছে হু হু করে। তবে এই খবর সত্যতা কতখানি, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারনা কারও নেই।

Amitabh Bachchan, Nimrat Kaur, Abhishek Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ নভেম্বর: অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে নিমরত কউরের (Nimrat Kaur) সম্পর্কের গুঞ্জনের মাঝে এবার ভাইরাল হল অমিতাভের (Amitabh Bachchan)  চিঠি। যেখানে নিমরত কউরের প্রশংসা করেন বিগ বি। 'দশভি'-তে অভিনয়ের জন্য নিমরতের প্রশংসা করেন অমিতাভ। দশভিতে নিমরতের সঙ্গে অভিষেক বচ্চন স্ক্রিন শেয়ার করেন। ওই সময় অভিনেত্রীর প্রশংসা করে চিঠি পাঠান অমিতাভ বচ্চন। নিমরতকেলেখা বিগ বি-র সেই চিঠি এখন ভাইরাল হতে শুরু করেছে। যা নিমরত কউর এক সময় নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। ২০২২ সালে অমিতাভ বচ্চন দশভিতে নিমরতের অভিনয়ের প্রশংসায় যে চিঠি তাঁকে পাঠিয়েছিলেন, তার ছবি ভাইরাল হতে শুরু করেছে।

আরও পড়ুন: Nimrat Kaur's Video On Dating Rumours With Abhishek Bachchan? ঐশ্বর্যকে নিয়ে জল্পনা অব্যাহত; অভিষেক বচ্চনের সম্পর্কে মুখ খুললেন নিমরত কউর? ভিডিয়ো দেখুন

দেখুন নিমরত কউরকে লেখা বিগ বি-র সেই চিঠি...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কউরের সম্পর্ক রয়েছে। যার জেরে ঐশ্বর্যর () সঙ্গে অভিষেকের সম্পর্ক ভাঙনের মুখে। এমনই খবর ছড়িয়েছে পড়েছে হু হু করে। তবে এই খবর সত্যতা কতখানি, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারনা কারও নেই। পাশাপাশি বিষয়টি নিয়ে অভিষক বচ্চন, ঐশ্বর্য কিংবা নিমরত কউরের তরফে কখনও কোনও মন্তব্য করা হয়নি। বচ্চন পরিবারও মুখে কুলুপ এঁটেছে।



@endif