Allu Arjun Arrested: আপাতত স্বস্তি, জেলের দরজায় যেতেই অল্লু অর্জুনের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করল আদালত
গ্রেফতারির পর শুক্র বিকেল ৪টে থেকে অল্লু অর্জুনের বিরদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করার আবেদনের শুনানি শুরু হয়। তবে শুনানির পর আদালত জানায়, অল্লুর আপাতত মুক্তি নেই। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।
হায়দরাবাদ, ১৩ ডিসেম্বর: শেষ পর্যন্ত মঞ্জুর হল জামিন। তেলাঙ্গানা হাইকোর্টের তরফে অল্লু অর্জুনের (Allu Arjun Arrested) জামিন মঞ্জুর করা হয়। তেলাঙ্গানা (Telangana) হাইকোর্টের তরফে অল্লু অর্জুনে জামিন মঞ্জুর করা হয়। হাইকোর্টের তরফে জানানো হয়, অল্লু অর্জুন যেমন একজন অভিনেতা, তেমনি দেশের সাধারণ নাগরিক হিসাবে তাঁরও জীবন এবং স্বাধীনতার অধিকার রয়েছে।
চলতি মাসের গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল পুষ্পার প্রিমিয়ার। সেখানে ৩৯ বছরের এক মহিলার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। ওই মহিলার সঙ্গে তাঁর ৮ বছরের সন্তানও ছিল। আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার মৃত্যুর পর অল্লু অর্জুনে বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যার জেরে শুক্রবার বিকেলে অল্লু অর্জুনকে গ্রেফতার করে হায়দরাবাদের চিক্কাডপল্লী থানার পুলিশ।
জামিন মঞ্জুর হল অল্লু অর্জুনের...
অল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর পর মৃত রেভতীর স্বামী ভাস্কর জানান, তিনি পুষ্পা অভিনেতার বিরুদ্ধে মামলা তুলে নিতে প্রস্তুত।
মৃতের স্বামীর ওই মন্তব্যের পর এবার তেলাঙ্গানা হাইকোর্টের তরফে অল্লু অর্জুনের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। তবে সীমিত সময়ের জন্য অল্লু অর্জুনকে এই অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয় তেলাঙ্গানা হাইকোর্টের তরফে।