Akanksha Dubey Suicide: আত্মহত্যার আগে ইনস্টা লাইভে কেঁদেছিলেন ভোজপুরী নায়িকা আকাঙ্খা দুবে! ভাইরাল ভিডিয়ো

আরও একবার রঙীন জগতে আত্মহত্যার ঘটনা। সুশান্ত সিং রাজপুতের স্মৃতি উস্কে গতকাল, শনিবার রাতে বারাণসীতে আত্মহত্যা করলেন ভোজপুরী সিনেমা জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্খা দুবে।

Akanksha Dubey. (Photo Credits: twitter)

Akanksha Dubey Suicide: আরও একবার রঙীন জগতে আত্মহত্যার ঘটনা। সুশান্ত সিং রাজপুতের স্মৃতি উস্কে গতকাল, শনিবার রাতে বারাণসীতে আত্মহত্যা করলেন ভোজপুরী সিনেমা জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্খা দুবে। বেনারসের সারনাথ থানা এলাকার এক হোটেলের ঘরে আত্মহত্যা করেন ২৫ বছর বয়সী এই তারকা অভিনেত্রী। রবিবার এক হোটেল থেকে উদ্ধার হয়েছে জনপ্রিয় অভিনেত্রীর দেহ। তিনি শ্যুটিংয়ের কাজেই সেখানে গিয়েছিলেন বলে খবর।

খুব কম সময়ের মধ্যেই ভোজপুরী সিনেমার প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। আকাঙ্খার মৃত্যু নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাঁর আত্মহত্যার পিছনে উঠে আসছে নানা কারণ। তিনি যে প্রচন্ড মানসিক চাপ ও অবসাদের মধ্যে ছিলেন তা পরিষ্কার। আত্মহত্যার আগের দিন শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন আকাঙ্ক্ষা। আরও পড়ুন-বাবা হতে চলেছেন হ্যারি পটার, ড্যানিয়েলের প্রেমিকা সন্তানসম্ভবা

দেখুন ভিডিয়ো

সিনেমা ইন্ডাস্ট্রির চাপ, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন সহ আরও বেশি কারণ উঠে আসছে তার মৃত্যুর পিছনে।