AR Rahman-Saira Banu's Separation: স্ত্রী সায়রার সঙ্গে সংসার ভাঙলেন, বিচ্ছেদ ঘোষণার পর এই প্রথম মুখ খুললেন এ আর রহমান দেখুন

২৯ বছরের সংসার ভেঙে রহমান এবং সায়রা যখন দুজনে দুই রাস্তায় চলার সিদ্ধান্ত নেন, সেই সময় শোনা যায় জগৎ-খ্যাত মিউজ়িক কম্পোজ়ারের টিমের গিটারবাদক মোহিনী দে-ও বিচ্ছেদের পথে হাঁটছেন স্বামীর সঙ্গে।

AR Rahman (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ নভেম্বর: সায়রা বানুর (Saira Banu) সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর একের পর এক কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়তে হয় এ আর রহমানকে (AR Rahman)। ২৯ বছরের সংসার ভেঙে রহমান এবং সায়রা যখন দুজনে দুই রাস্তায় চলার সিদ্ধান্ত নেন, সেই সময় শোনা যায় জগৎ-খ্যাত মিউজ়িক কম্পোজ়ারের টিমের গিটারবাদক মোহিনী দে-ও বিচ্ছেদের পথে হাঁটছেন স্বামীর সঙ্গে। রহমান এবং মোহিনীর একসঙ্গে বিচ্ছেদ ঘোষণা কি পরিকল্পনা মাফিক নাকি নিছক হঠাৎ ঘটনা, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। যদিও এ আর রহমান, সায়রা বানু কিংবা মোহিনী দে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে এ আর রহমান এবং মোহিনী দে-কে নিয়ে জোরদার আলোচনা চলছেই।

এসবের মধ্যে এবার নতুন পোস্ট করলেন রহমান। সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর এই প্রথম নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় মিউজ়িক কম্পোজ়ারকে। যেখানে ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও কথা বলতে দেখা যয়ানি তাঁকে। উলটে পুরস্কার জয়ের বিষয়ে ট্য়ুইট করেন এ আর রহমান।

আরও পড়ুন: After A. R. Rahman, Mohini Dey Announces Separation: রহমানের পর তাঁর বংশীবাদক কলকাতার মোহিনী দে-র বিচ্ছেদ ঘোষণা

দেখুন কী নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এ আর রহমান...

 

১৯৯৫ সাল মোহিনী দে-র সঙ্গে গাঁটছড়া বাঁধেন রহমান। আমিন, খাতিজা এবং রিমা নামে তাঁদের ৩ সন্তান রয়েছেন। তা সত্ত্বেও সংসার ভাঙছে এই দম্পতির। তবে সায়রা বানুর আইনজীবীর কথায়, এই বিচ্ছেদের জেরে রহমান কিংবা তাঁর মক্কেল কেউই মনের দিক থেকে খুশি নন।



@endif